স্টাফ করসপন্ডেন্ট
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় ৯৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়ার কর্মসূচি নিয়েছে রংপুর জেলা যুবলীগ।
আজ( ৮ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ওয়াসিমুল বারি শিমু ও যুবলীগের সাবেক জেলা সদস্য আজিজুল ইসলাম মুরাদ।
যুবলীগ নেতা মেহেদী হাসান রনি বলেন বঙ্গবন্ধুকে রাজনীতিতে যিনি উৎসাহ যুগিয়েছেন তিনি বঙমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। আর তারই জন্মবার্ষিকী আজ। সেই উপলক্ষে আমরা যুবলীগ হুইলচেয়ার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।
তিনি আরও বলেন, যদি কোন প্রতিবন্ধী মানুষ থাকে সেটা আমাদেরকে জানাবেন আমরা তার কাছে পৌঁছে ব্যবস্হা করে দেবো।
Leave a Reply