স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।
ফেসবুকে মহানবী (স.) কে নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার মামলায় টিটো রায় নামের এক যুবককে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন রংপুর সাইবার ট্রাইবুনাল। মঙ্গলবার(২৩ মে) দুপুরে ট্রাইবুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই আদেশ দেন।
রংপুর সাইবার ট্রাইবুনালের পিপি রুহুল তালুকদার জানান. ২০১৭ সালের ২৮ অক্টোবর রংপুরের গঙ্গাচড়ার ঠাকুরপাড়া গ্রামের মৃত খগেন্দ্রনাথ রায়ের পুত্র টিটো রায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে নানা অবমাননার বক্তব্য পোস্ট করেন তার ফেসবুক আইডিতে । এ ঘটনার জেরে সেখানে হিন্দু পল্লীতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ২০১৭ সালের ৬ নভেম্বর
এ ঘটনায় পাশের লালচাঁন্দপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র রাজু মিয়া ডিজিটাল নিরাপত্বা আইনে গঙ্গাচড়া থানায় টিটোকে আসামী করে মামলা করেন। মামলার পর পুলিশ টিটোকে রায়কে গ্রেফতার করে।
পিপি আরও জানান, তদন্ত শেষে পুলিশ টিটোর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। রংপুর সাইবার ট্রাইবুনালে দীর্ঘ ৭ বছর ধরে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহন শেষে মঙ্গলবার রায় দেন বিচারক ড. আব্দুল মজিদ। রায়ে টিটো রায়কে দোষি সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ৫ মাসের কারাদন্ডের আদেশ দেন। ইতোমধ্যে করা কারাভোগ দন্ডাদেশের সাথে একিভূত হবে। এসময় কাঠগড়ায় আসামী টিটো আদালতে উপস্থিত ছিলেন।
পিপির দাবি করেন, আমরা সন্দেহাতীতভাবে ঘটনা প্রমাণ করতে পেরেছি। রায়ের ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে। এর মাধ্যমে কেউ আর ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ার সাহস পাবে না।
অন্যদিকে আসামী পক্ষের আইনজীবি প্রশান্ত কুমার জানান, রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয় নি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।##
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply