স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করতে এবং চোখের রোগবালাই সম্পর্কে সচেতন করতে রংপুরে আয়োজন করা হলো বিশেষ ক্যাম্পেইন।
স্বর্গের রাজ্য মহিলা উন্নয়ন সংস্থা ও কৃষি বাড়ি উদ্যোগে শনিবার ( ১৯ আগস্ট) বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত এই চক্ষূ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের কদমতলি দাখিল মাদরাসা প্রাঙ্গনে।
ক্যাম্পেইনে অসহায়, দু:স্থ ও প্রান্তিক চক্ষু রোগীদের বিনামূল্যে রোগ নির্ণয়, ওষুধ প্রদান এবং ছানি অপারেশনের জন্য নির্ধারন করা হয়। এসময় ২ শতাধিক প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও ২১ জন রোগির ছানি অপারেশনের জন্য নির্ধারন করা হয়। তাদেরকে বিনামূল্যে অপারেশন করে দেয়া হবে।
এসময় স্বর্গের রাজ্য মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি চন্দনা আহমেদ, কৃষি বাড়ির প্রতিষ্ঠাতা ওয়ালিদ শ্রাবনসহ স্থাণীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্প পরিচালনা করেন রংপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আহসান উজ জামান, মোছা মালেকা বেগম, কাউন্সিলর ইরশাদুল আলম, শেখ আব্দুল ইনক্লুশন অফিসার। বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়ে খুশি সবাই।
এলাকার ৭০ বছর বয়সি আমিনা বেগম জানান, আমার চোখে নেক দিন আগে ছানি পড়েছিল। আমি কিছু দেখতে পারছিলাম না। ওনারা এসে এমাকে পরীক্ষা নিরীক্ষার পর অপারেশনের জন্য নিয়ে গেলেন। আল্লাহ যেন আমার চোখ ভালো করে দেন। আমার টাকা পয়সা নাই। সব খরচ ওনারা দিবেন। আল্লাহও যেন ওনাদের ভালো করেন।
কিসামত হরকলি এলাকার দুলা মিয়া( ৬৫) জানালেন, আমার কর্ম নাই। চোখে সমস্যার কারণে কর্ম করতে পারি না। সংসার নিয়ে খুব টানাপোড়েনে আছি। ওনারা এসে পরীক্ষার পর আমাকে অপারেশনের জন্য নিয়ে যাচ্ছে। চোখ দুটা ভালো হলে কাজ করে খেতে পারবো।
পানবাজার এলাকার রাকিবুল ইসলাম (৪২) জানান, আমার চোখের সমস্যা ছিল। এখানে ফ্রি ক্যাম্পে এসে চোখ দেখানোর পর বিনামূল্যে ওষুধ দিলো।
আয়োজক স্বর্গের রাজ্য মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি চন্দনা আহমেদ জানেন, প্রান্তিক মানুষের চোখের চিকিৎসায় এই ক্যাম্পেইন অব্যাহত থাকার কথাও জানান আয়োজকরা। প্রতিটি ক্যাম্পেইনের বিনামূল্যে চিকিৎসা, ওষধু ছাড়াও ছানি অপারেশন করা দেয়া হবে। তদারকি ও ওষুধ তিনমাস পর্যন্ত দেয়া অব্যাহত থাকবে বিনামূল্যে।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply