বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ন

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যাতায়াতে ৮ টি বিশেষ ট্রেন

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যাতায়াতে ৮ টি বিশেষ ট্রেন

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের (বুধবার) রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় জনসভায় যাতায়াতের জন্য ৮ টি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। সংশ্লিষ্ট জেলার আওয়ামীলীঘ সভাপতি ও সাধারণ সম্পাদকগন এই ট্রেনের যাত্রীদের ভাড়া পরিশোধ করবেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ প্রতিবেদককে জানান, রংপুর বিভাগের আট জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মহাসমাবেশে যোগদানের জন্য অনুরোধের প্রেক্ষিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ভাড়া দেওয়া সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন। ট্রেনগুলো সকাল সোয়া ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুরে পৌঁছাবে। ট্রেনগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বুড়িমারী, লালমনিরহাট, উলিপুর, কুড়িগ্রাম ও বোনারপাড়া স্পেশাল ট্রেন।

 

রংপুর রেল স্টেশনের সুপার শংকর গাঙ্গুলী জানান, আটটি বিশেষ ট্রেনে যাতায়াতের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেশনের চারটি লাইনের বাইরে অতিরিক্ত ট্রেনগুলো মীরবাগ ও শ্যামপুর স্টেশনে রাখা হবে। দিনাজপুর রেল স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর রংপুর সফর উপলক্ষে দিনাজপুর থেকে একটিসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে একটি করে বিশেষ ট্রেন দিনাজপুরের ওপর দিয়ে রংপুরে যাবে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

 

এ ব্যপারে সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু  জানান, বিশেষ ট্রেনের ব্যবস্থা করলে প্রধানমন্ত্রীর জনসভায় যাতায়াতে সুবিধা হবে। তবে কোনভাবেই যেন সেটা অন্যান্য ট্রেনগুলোকে প্রভাবিত না করে। অন্যান্য ট্রেনগুলো যেনে স্বাভাবিক ও সঠিক সময়ে চলতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে রেলওয়েকে। না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে।

আগামীকাল বুধবার রংপুর জিলা স্কুল মাঠে মহানগর ও জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জনসভায় সভাপতিত্ব করবেন রংপুর মহানগর আহবায়ক ডা. দেলওয়ার হোসেন।

বাতায়ন২৪ডটকম।।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com