শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ অপরাহ্ন

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় গাড়ি পার্কিংয়ে ২১ পয়েন্ট

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় গাড়ি পার্কিংয়ে ২১ পয়েন্ট

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের রংপুর জিলা স্কুল মাঠের জনসভায় বিভিন্ন স্থান থেকে আসা মানুষের জন্য ২১ টি পয়েন্টে গাড়ি পার্কিং ও চলাচল রুট নির্ধারন করেছে রংপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

রংপুর মেটেপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম জানিয়েছেন, জনসমাগমে যেন মানুষ নির্বিঘ্নে যেতে পারে সেজন্য ট্রাফিক বিভাগের উদ্যোগে ২১ টি পার্কিং জোন করা হয়েছে। এরমধ্যে রংপুর কুড়িগ্রাম থেকে আসা মোটরসাইকেল, মাইক্রোবাস ও অটো ক্যাপ্টেন মোড়-হনুমান তলা হয়ে শেখ রাসেল স্টেডিয়াম; রংপুর, লালমনিরহাট ও নেতাদের মোটরসাইকেল, মাইক্রোবাস, কার ও অটো বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে অথবা সুরভী উদ্যান হয়ে কালেক্টরেট ঈদগাহ মাঠ; ভিআইপিদের জিপ, কার বঙ্গবন্ধু চত্বর হয়ে রেজিষ্ট্রি অফিস সংলগ্ন সড়ক ও জনপথ অফিস মাঠ, নেতৃবৃন্দের জিপ, মাইক্রোবাস, কার সুরভী উদ্যান অথবা আরডিআরএস মোড় হয়ে স্টেশন ক্লাব মাঠ এবং সুরভী উদ্যান হয়ে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের মাঠ;দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী থেকে আসা বড় গাড়ি  মেডিক্যাল মোড়-হাজিপাড়া মোড় হয়ে রংপুর মেডিক্যালের হ্যালিপ্যাড ছাত্রাবাস মাঠ ও  এই চারজেলার মোটরসাইকেল , মাইক্রোবাস ও অটো শিমুলবাগ হয়ে  স্টাফ কোয়ার্টার মাঠ ১ ও ২,  বাংলাদেশ বেতার মাঠ;রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটের মাইক্রোবাস, মোটরসাইকেল সাতমাথা-ফায়ার সার্ভিস মোড় হয়ে সিটি কলেজ মাঠ, এই চার জেলার বড় গাড়ি ও মাইক্রোবাস, সাতমাথা, ফায়ার সার্ভিস- ইন্দ্রার মোড় হয়ে  পলিটেকনিক ইন্সটিটিউট এর দুটি মাঠ, শালবন মিস্ত্রিপাড়ার কৈলাশ রঞ্জণ স্কুল মাঠ ও আরসিসিআই স্কুল মাঠ; এছাড়াও এই চারজেলার বড়গাড়ি, মাইক্রোবাস শাপলা চত্বর-ঘোড়াপীর মাজার হয়ে রবার্টসন্সগঞ্জ কারুপন্যের বাইরের মাঠ ও রবার্টসন্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ, রংপুর, গাইবান্ধার মাইক্রোবাস, মোটরসাইকেল শাপলা চত্বর হয়ে আদর্শ স্কুল মাঠ; রংপুর,  গাইবান্ধা দিনাজপুরের বড়গাড়ি ও মাইক্রোবাস শাপলা চত্বর-লালবাগ হয়ে কারমাইকেল কলেজ মাঠ;  রংপুর দিনাজপুরের মোটর সাইকেল পিটিসি জামে মসজিদ-কেরানীপাড়া হয়ে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, এই দুই জেলার বড় গাড়ি মেডিক্যার মোড়, চেক পোস্ট হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল; রংপুর-গাইবান্ধার বড় গাড়ি শাপলা চত্বর-লালবাগ হয়ে পার্কে মোড় এবং রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার বড় গাড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল, দর্শনা- মডার্ন মোড় হয়ে রাস্তার দুইপাশে সিংগেল হয়ে পার্কিং করবে।

তিনি জানান, এসব রুট ও পার্কিং জোনে গাড়ি চলাচলে নির্দেশনা দেয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। যাতে নির্বিঘ্ন করা যায় ট্রাফিকিং।

 

আগামীকাল বুধবার রংপুর জিলা স্কুল মাঠে মহানগর ও জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জনসভায় সভাপতিত্ব করবেন রংপুর মহানগর আহবায়ক ডা. দেলওয়ার হোসেন। ##

 

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com