স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের রংপুর জিলা স্কুল মাঠের জনসভায় বিভিন্ন স্থান থেকে আসা মানুষের জন্য ২১ টি পয়েন্টে গাড়ি পার্কিং ও চলাচল রুট নির্ধারন করেছে রংপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
রংপুর মেটেপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম জানিয়েছেন, জনসমাগমে যেন মানুষ নির্বিঘ্নে যেতে পারে সেজন্য ট্রাফিক বিভাগের উদ্যোগে ২১ টি পার্কিং জোন করা হয়েছে। এরমধ্যে রংপুর কুড়িগ্রাম থেকে আসা মোটরসাইকেল, মাইক্রোবাস ও অটো ক্যাপ্টেন মোড়-হনুমান তলা হয়ে শেখ রাসেল স্টেডিয়াম; রংপুর, লালমনিরহাট ও নেতাদের মোটরসাইকেল, মাইক্রোবাস, কার ও অটো বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে অথবা সুরভী উদ্যান হয়ে কালেক্টরেট ঈদগাহ মাঠ; ভিআইপিদের জিপ, কার বঙ্গবন্ধু চত্বর হয়ে রেজিষ্ট্রি অফিস সংলগ্ন সড়ক ও জনপথ অফিস মাঠ, নেতৃবৃন্দের জিপ, মাইক্রোবাস, কার সুরভী উদ্যান অথবা আরডিআরএস মোড় হয়ে স্টেশন ক্লাব মাঠ এবং সুরভী উদ্যান হয়ে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের মাঠ;দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী থেকে আসা বড় গাড়ি মেডিক্যাল মোড়-হাজিপাড়া মোড় হয়ে রংপুর মেডিক্যালের হ্যালিপ্যাড ছাত্রাবাস মাঠ ও এই চারজেলার মোটরসাইকেল , মাইক্রোবাস ও অটো শিমুলবাগ হয়ে স্টাফ কোয়ার্টার মাঠ ১ ও ২, বাংলাদেশ বেতার মাঠ;রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটের মাইক্রোবাস, মোটরসাইকেল সাতমাথা-ফায়ার সার্ভিস মোড় হয়ে সিটি কলেজ মাঠ, এই চার জেলার বড় গাড়ি ও মাইক্রোবাস, সাতমাথা, ফায়ার সার্ভিস- ইন্দ্রার মোড় হয়ে পলিটেকনিক ইন্সটিটিউট এর দুটি মাঠ, শালবন মিস্ত্রিপাড়ার কৈলাশ রঞ্জণ স্কুল মাঠ ও আরসিসিআই স্কুল মাঠ; এছাড়াও এই চারজেলার বড়গাড়ি, মাইক্রোবাস শাপলা চত্বর-ঘোড়াপীর মাজার হয়ে রবার্টসন্সগঞ্জ কারুপন্যের বাইরের মাঠ ও রবার্টসন্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ, রংপুর, গাইবান্ধার মাইক্রোবাস, মোটরসাইকেল শাপলা চত্বর হয়ে আদর্শ স্কুল মাঠ; রংপুর, গাইবান্ধা দিনাজপুরের বড়গাড়ি ও মাইক্রোবাস শাপলা চত্বর-লালবাগ হয়ে কারমাইকেল কলেজ মাঠ; রংপুর দিনাজপুরের মোটর সাইকেল পিটিসি জামে মসজিদ-কেরানীপাড়া হয়ে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, এই দুই জেলার বড় গাড়ি মেডিক্যার মোড়, চেক পোস্ট হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল; রংপুর-গাইবান্ধার বড় গাড়ি শাপলা চত্বর-লালবাগ হয়ে পার্কে মোড় এবং রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার বড় গাড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল, দর্শনা- মডার্ন মোড় হয়ে রাস্তার দুইপাশে সিংগেল হয়ে পার্কিং করবে।
তিনি জানান, এসব রুট ও পার্কিং জোনে গাড়ি চলাচলে নির্দেশনা দেয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। যাতে নির্বিঘ্ন করা যায় ট্রাফিকিং।
আগামীকাল বুধবার রংপুর জিলা স্কুল মাঠে মহানগর ও জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জনসভায় সভাপতিত্ব করবেন রংপুর মহানগর আহবায়ক ডা. দেলওয়ার হোসেন। ##
Leave a Reply