স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
এবার ‘নদ দখল ও বিক্রি’ নিয়ে সংবাদ প্রকাশ ও রংপুর সাইবার ট্রাইব্যুনালে প্রথম আলো’র সম্পাদক, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদসহ ৪ জনের নামে ডিজিটাল নিরাপত্বা আইনের মামলার আবেদন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষকলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী। সোমবার ( ১৭ এপ্রিল) দুপুরে ওই মামলার আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক মামলার আবেদনটি নথিভূক্ত করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।
রংপুর সাইবার ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমীন তালুকদার জানান, কুড়িগ্রামের রাজারহাটের চাকিরপাশার জলমহাল নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ওই এলাকার কৃষকলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী ডিজিটাল নিরাপত্বা আইনের ২৫, ২৬, ২৭, ২৯ এবং ৩১ ধারায় অভিযোগ এনে মামলার আবেদন করেছেন। মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক রাজিব বসুনিয়া, প্রতিবেদক জহির রায়হান এবং রোকেযা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদকে আসামী করা হয়েছে।
তিনি আরও জানান, বিজ্ঞ বিচারক ড. আব্দুল মজিদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদনর পাওয়ার পর আদালত আদেশ দিবেন মামলাটি গ্রহন হবে কি হবে না।
আবেদিত মামলার বাদি আইনজীবি শামসুল হদা জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষকলীগ সভাপতি এবং অবসর প্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী এই মামলার আবেদন করেছেন(১১/১৩)। মামলার আবেদনে বলা হয়েছে, গত ১০ জানুয়ারী প্রথম আলোয় নদের জমি বেচছেন কৃষকলীগ নেতা শিরোনামের সংবাদ, ১২ জানুয়ারী বদ্ধ জলমহাল দেখিয়ে ইজারা শিরোনামে সম্পাদকীয় এবং ১৮ জানুয়ারী কুড়িগ্রামে নদের জমি বিক্রি শিরোনামে উপ-সম্পাদকীয় প্রকাশ তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আসামীরা। যা মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। এতে বাদির মানহানি ও সম্মান হানি করেছেন। প্রথম আলোয় সংবাদের জন্য প্রতিবেদক ও বার্তা সম্পাদক এবং সম্পাদকীয় লেখার জন্য সম্পাদক এবং উপ-সম্পাদকীয়র কারণে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদকে আসামী করা হয়েছে।
অন্যদিকে এ ব্যপারে উপ-সম্পাদকীয়র লেখক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বাংলা বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ জানান, ‘চাকির পশারের সবচেয়ে বড় অবৈধ দখলদার এবং কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ভূমিদস্যূ ইউনুস আলী। প্রায় ৩৪ একর দখল করেছে। অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে আমরা আন্দোলন করছি। গতমাসে সরকার চাকিরপশারের ১৪১ একর বদ্ধজলাশয় উন্মুক্ত করেছে।
ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘মন্ত্রীপরিষদ বিভাগ আড়াআড়ি সেতুবিহীন সড়কে সেতু স্থাপনের নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসন দখলমুক্ত করতে আইনি ব্যবস্থা গ্রহণ করছে। এমতাবস্থায় অবৈধ দখল টিকিয়ে রাখার কৌশল হিসেবে ইউনুস আলী আইসিটি আইনে মামলার আবেদন করেছে। শুনেছি আদালত প্রাথমিক তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে। আমরা বিশ্বাস করি ন্যায় প্রতিষ্ঠা হবে। কারণ প্রথম আলো যে প্রতিবেদন, সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় প্রকাশ করেছে তা সঠিক, তথ্য নির্ভর। গণমাধ্যমে কণ্ঠ রোধ এবং ভয়ভীতি দেখিয়ে সত্য বলা থেকে বিরত রাখাার অপচেস্টা হিসেবে এই মামলার আবেদন করা হয়েছে।
বাতায়ন২৪ডটকম। সমামা
Leave a Reply