স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ দুইজন মারা গেছে। বুধবার (০১) নগরীর চেকপোস্ট এবং হারাগাছে বানুপাড়া সকালে এলাকায় এই দুর্ঘটনা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান জানান, সকালে রাস্তা পারাপারের সময় ক্যান্টনমেন্ট চেকপোস্ট মোড়ের মসজিদের সামনে একটি অ্যাম্বুলেন্স চাপা দেয় এক শিশুকে। স্থানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহত শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম নামিরা আমিন মাইরা (৪)। নগরীর আরকে রোড ধাপ ইসলামবাগ এলাকার রাসেল আহমেদ ও মনিরা খাতুন দম্পতির সন্তান সে। বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্লে শ্রেণিতে (ইংলিশ ভার্সন) অধ্যায়নরত ছিল মাইরা।
অন্যদিকে মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সকাল ৭ টার দিবকে হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদ ভাটা এলাকায় বালুভর্তি একটি ডাম্পট্রাক রংপুর শহরে যাওয়ার পথে একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী খাদে ফেলে দেয়।এসময় ড্রামট্রাকটি রাস্তার পাশ দিয়ে চলাচলকারী রাবেয়া বেগম (৫৭) নামের এক পথচারী।তিনি নগরীর ৮ নম্বর ওয়ার্ডের তপোধন শহীদ আবাসন এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply