স্টাফ করেসপনডেন্ট, রংপুর। বাতায়ন২৪ডটকম।।
পরীক্ষার সময় পেছানো অথবা ৫০ মার্কে পরীক্ষা নেয়ার দাবিতে রংপুর মহানগরীতে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার ( ৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন কয়েকশ পরীক্ষার্থী। পরে বিক্ষোভ শুরু করলে তাতে বাঁধা দেয় পুলিশ। এসময় শিক্ষার্থীদের সাথে পুলিশের তীব্র বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বাঁধা ভেঙ্গেই বিক্ষোভ নিয়ে জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সিটি বাজার ঘুরে বিভাগীয় শিক্ষা অফিসে গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিচালককে দেয়া হয় স্মারকলিপি।
সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর সরকারি কলেজের বাপ্পী, সাকিব, সরকারি বেগম রোকেয়া কলেজের ইতি আখতার, সিটি কলেজের নাজমুল, শোভন, কেরানীহাট কলেজের মাহিন, মডেল কলেজের শাকিল, বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের মাইশা, সোহেল, লায়ন্স স্কুল এন্ড কলেজের নাঈম প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা সোমবার (৭ আগস্ট) ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের আটক, হয়রানি এবং পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৫০ নম্বরে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি বিষয়টি বাদ দিতে হবে। তাছাড়া পড়ার টেবিলে ফিরবেন না বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(অপরাধ) আবু মারুফ হোসেন জানান, সড়কে যাতে কোন বিশৃঙখলা তৈরি না হয় সেজন্য তাদেরকে বলা হয়েছিল। তারা বিশৃংখলা না করার শর্তে বিক্ষোভ করতে দেয়া হয়েছে। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে হয়েছে।
বাতায়ন২৪ডটকম।।
Leave a Reply