স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরে সুবিধাভোগিদের মধ্যে সুদমুক্ত ঋন এবং শারীরিক প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম। ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা. দেলওয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আহবায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল প্রমুখ।
এসময় ৪০ জনকে সুদমুক্ত ১৬ লাখ ৮০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়। এছাড়াও ৮ জনকে হুইল চেয়ার দেয়া হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply