বুধবার, ০৭ Jun ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পীরগাছায় শিশু ধর্ষণকারী বিনোদ চন্দ্রের ফাঁসির দবিতে বিক্ষোভ, কুশ পুত্তলিকায় লাথি ও থুথু নিক্ষেপ সোনা মিয়া হত্যাকান্ড: কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কারাগারে কালীগঞ্জে ফেনসিডিল, এসকাপ সিরাপসহ আটক ১ দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে রংপুর হাসপাতালের দক্ষিণ দিকের গেট রংপুরের বদরগঞ্জে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হল জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষীকি কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলার বুকে এক টুকরো লুসাই গ্রাম, প্রবেশ ফি ৩০ টাকা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কারণে নয়,নাম ও রোল নম্বর ভুলের কারণে পরীক্ষা ফলাফল স্থগিত করা হয়েছে। ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ বদরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু
রংপুরে পরকীয়ার জেরে প্রথম স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

রংপুরে পরকীয়ার জেরে প্রথম স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

পরকীয়া বাঁধা ও দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করার জেরে স্ত্রী রোকসানাকে পিটিয়ে হত্যার পর মুখে বিষঢেলে দেয়ার মামলায় স্বামী শামসুজ্জামান বাবুসহ আসামীদের গ্রেফতারের দাবিতে রংপুরের গঙ্গাচড়া থানা ঘেরাও করেছে এলাকাবাসি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী)রাতে পৌনে ৯ টা থেকে সোয়া ৯ টা পর্যন্ত থানা ঘেরাও করে রাখেন তারা।

মামলা ও পুলিশ সূত্র জানায, ১৮ বছরের সংসারে দুই সন্তান থাকলেও গঙ্গাচড়ার শান্তিপাড়া এলাকার শামসুজ্জামান বাবু স্ত্রী রোকসানা ছাড়াও  ভুটকা এলাকার রোস্তম আলীর কন্যা (১৯) রিংকি নামের এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এনিয়ে সালিশ বৈঠক হলেও রিংকির কাছ থেকে সরে আসেনি বাবু। সপ্তাহ খানেক আগে রিংকিকে বিয়ে দ্বিতীয় বিয়ে করে বাবু। এর প্রতিবাদ করলে গত ১৪ ফেব্রুয়ারী শামসুজ্জামানসহ রিংকি, রিংকির বোন রিনা বেগম, বাবুর পিতা আলমগীর হোসেন, মা সাহিদা বেগম, ভাই আজমির শরীফ মিয়ের রোকসানাকে ব্যপক মারপিট করে। এতে রোকসানা মারা গেলে দ্বিতীয় স্ত্রীর সহায়তায় তার মুখে বিষ ঢেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেস্টা চালায়। এ ঘটনায় ওই দিন রোকসানার পিতা তফেল বাদি হয়ে থানয় মামলা দিলেও পুলিশ টালনাহনা করে বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) মামলা নেয়।

এদিকে মামলার পরে আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করার অভিযোগ এনে শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টা থেকে সোয়া ৯ টা পর্ন্ত থানা ঘেরাও করে। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দিতে থাকেন, দাবি করে গ্রেফতারের। এসময় তারা ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানান। পরে পুলিশ তাদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা ঘেরাও তুলে নেন।

ঘেরাওয়ে অংশ নেয়া মামলার বাদি গঙ্গাচড়ার বেতগাড়ির শেরপুর চারআনী গ্রামের তফেল উদ্দিন(৬০) জানান, আমার মেয়েকে বাবু বিয়ের ১৮ বছর পর পরকীয়ার জেরে খুন করেছে। পুলিশ ওদের কাছে টাকা খেয়ে মামলা নিচ্ছিল না। দুই দিন পর মামলা নিলেও আসামীদের গ্রেফতার করছে না। উল্টো তারা মেয়ের মতো আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

ঘেরাওয়ে অংশ নেয়া রোকসানার পুত্র মোরসালিন ইসলাম জানান, আমার বাবা এবং রিংকিসহ অন্যান্যরা আমার মাকে পিটিয়ে হত্যা করেছে। পরে মুখে বিষ ঢেলে দিয়েছে। পুলিশ আমার বাবার কাছ থেকে টাকা খেয়ে তাকে গ্রেফতার করছে না। আমি আমার মাকে হত্যাকারী আবার বাবা বাবু, রিংকিসহ অন্যান্যদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার চাই।

ঘেরাওয়ে অংশ নেয়া এলাকাবাসি হাসিনা বেগম জানান, বাবু ও রিংকি প্রকাশ্যে ঘূড়ে বেড়াচ্ছে। অথচ পুলিশ খূজে পাচ্ছে না। ২৪ ঘন্টার মধ্যে যদি পুলিশ তাদের গ্রেফতার না করে, তাহলে থানার সামনে আমরা আমরণ অনশন করবো।

ঘেরাওয়ে অংশ নেয়া রোকাসানার ভাই বুলবুল মিয়া জানান, মামলা হওয়ার পর রিংকির পিতা আলমগীর হোসেন সম্রাট আমার বাবা তফেল উদ্দিনকে ফোন করে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছেন। এমতাবস্থায় আমরা জীবনের নিরাপত্বা চেয়ে থানায় জিডি করেছি। তিনি বলেন, পুলিশ টাকার বিনিময়ে আসামীদের গ্রেফতার করছে না।

গঙ্গাচড়া থানার ওসি দুলাল মিয়া জানান, আমরা আসামীদের গ্রেফতারের চেস্টা চালাচ্ছি। তাদের খোঁজে অভিযান অব্যাহত আছে। প্রকাশ্যে আসামীরা ঘুরে বেড়ানোর অভিযোগ সঠিক নয়।

বাতায়ন২৪ডটকম। সমামা

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com