স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়নন২৪ডটকম।।
রংপুরে দুঃস্থদের মধ্যে উন্নত মানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রোটারি ক্লাব অব রংপুর সিনারজি।
শনিবার( ১৫ এপ্রিল) বেলা ৪ টায় রংপুর মহানগরীর ডিসির মোড় এলাকায় ১৬০ জন দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ২ কেজি পোলাও চাল, ৩ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে আলু, ওনিয়ন, মসুর, ডাল, দেড় কেজি পাউডার দুধ, ১ কেজি করে চিনি, লবন ও হুইল পাউডার, ১ পিস গোসল সাবান ও ১ প্যাকেট সেমাই দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাবের এসিসটেন্স গভর্নর ডা. দেলওয়ার হোসেন, সভাপতি শাহনাজ বেগম লাভলী, সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ মেহবুবা ফেরদৌস, সদস্য কামরুল ইসলাম ভরসা, হাসনিন আকতার এনি, রোকসানা পারভীন পপি, ডা. রুমা রায়, ডা. সমর্পিতা তানিয়া, এডভোকেট শিরিন আখতার,
ডা. শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় সভাপতি শাহনাজ পারভীন লাভলী বলেন, আমরা প্রতিজনকে ১ হাজার ১২০ টাকার করে খাদ্য সামগ্রী দিয়েছি। সবার সহযোগিতা পেলে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply