• স্টাফ করেসপনডেন্ট, রংপুর
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে নিখোঁজ হওয়ার ৩৩ ঘন্টা পর দুই এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে একজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) রাত ৯ টায় ঘন্টাস্থল থেকে ৭ কিলোমিটার ভাটিতে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ব্যাংকপাড়া এলাকায় তিস্তার ডুবোচর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। তার নাম মুন্না। এখনও নিখোজ থাকলেন অপর শিক্ষার্থী নাইস।
উদ্ধারকারীদের মধ্যে তিন যুবক মেহেীদ মিরাজ, জুয়েল এবং লাবলু জানান, এলাকার লোকজন নদীর আশেপাশে তীক্ষ দৃষ্টি রাখছিলাম। এরই মধ্যে ডুবোচরের হাটুপানিতে কিছু একটা ভেসে থাকতে দেখে আমরা সেখানে চলে যায়। তারপর লাশটি উদ্ধার করি। এখন তীরে এনে সেটি পরিবারের কাছে নিয়ে যাচ্ছি।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না জানান, মুন্নার মরদেহ স্থাণীয়রা উদ্ধার করেছেন। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় আমরা মর্মাহত। তার দাফনসহ সার্বিক বিষয়ে আমরা নজর রাখছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দাফন কাজের জন্য দেয়া হবে।
ইউএনও আরও জানান, অপর নিখোঁজ নাইসের মরদেহ উদ্ধারেও আগামীকালও ফায়ার সার্ভিস অভিযান করবে। আমরা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবো। ইতোমধ্যেই ভাটিতে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় কচুয়াঘাটে তিস্তা নদীতে গোসল করতে নামেন ৬ বন্ধু। প্রবল স্রোতে হাবুডুবু খেতে থাকেন তারা। এসময় ঘাটে থাকা স্থালীয় লোকজন দুটি নৌকা নিয়ে তাদের উদ্ধারের চেস্টা করেন। কিন্তু ৪ জনকে জীবিত উদ্ধার করলেও মুন্না ও নাইস নামের দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হন। মুন্নার বাড়ি নোহালী ইউনিয়নের আবাসন পাড়ায়। আর নাইস ঘটনাস্থলের ১ কিলোমিটার উত্তরে নানাবাড়ি থেকে লেখাপড়া করতেন। বুধ ও বৃহস্পতিবার ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালালেও তার সন্ধান না পাওয়ায় অভিযান বন্ধ করে দেন।
Leave a Reply