•স্টাফ করেসপনডেন্ট, রংপুর
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে রংপুর মহানগরীতে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ।
শনিবার ( ৩০ জুলাই) সন্ধায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বাণিজ্যমন্ত্রী ছাড়াও প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ, অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় বিএনপি জামায়াত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়া হয় মিছিল থেকে।
Leave a Reply