স্টাফ করেসপনডেন্ট, রংপুর। বাতায়ন২৪ডটকম।।
বিএনপি সরকার পতনের এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকির দিয়েছে অভিযোগ এনে রংপুরে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
সোমবার (২২ মে) রংপু মহানগরীর বেতপট্রি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এ্যডভোকেট রেজাউল করিম রাজু প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করেন মির্জা ফখরুল শেখ হাসিনাকে পদত্যাগের এক দফা দিয়ে প্রকারান্তরে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ প্রকাশ্যে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এরমাধ্যমে বিএনপি যে খুনের রাজনীতি করে সেটা প্রমাণিত হয়েছে। বিএনপি এভাবে নৈরাজ্যের মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইছে। বিএনপি জামাতকে রুখে দিতে আওয়ামীলীগ নেতাকর্মীদের পাশাপাশি জনগণ মাঠে নেমেছে। বিএনপি জামাতের সন্ত্রাসীদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। কর্মসূচিতে রংপুর জেলা আওয়ামীলীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাতায়ন২৪ডটকম।।
Leave a Reply