স্টাফ করেসপনডেন্ট, রংপুর।।
বাতায়ন২৪ডটকম।।শিশু শ্রেনী থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং সকল যুবা নারীদের পড়াশুনা, সামাজিক কর্মকান্ডের পাশাপাশি বাড়তি প্রশিক্ষণের মাধ্যমে জীবনমুখি শিক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেস্টা করছে বাংলাদেশ গার্ল গাইডস বলে মন্তব্য করেছেন সংগঠনটির স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংগঠনটির রংপুর পঞ্চম আঞ্চলিক পরিষদের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এসোসিয়েশনের রংপুর আঞ্চলিক কমিশনার ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম। অধিবেশনে আট জেলার কমিশনার, গাইডার, গাইড সদস্য, রেঞ্জার, ট্রেইনার, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এসময় অংশগ্রহনকারীরা গার্লস গাইডের মাধ্যমে নারীদের সমাজে নেতৃত্বে প্রতিষ্ঠায় প্রত্যয় ব্যক্ত করেন।
বাতায়ন২৪ডটকম।।
Leave a Reply