স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর মহানগরীর ধুমখাটিয়া তালতলা এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবা, ১ গ্রাম হিরোইনসহ ২ জনকে গ্রেফতার করে র্যাব-১৩।
র্যাব-১৩ রংপুরের সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, সোমবার (২২ মে) সকালে মহানগরীর মাহীগঞ্জ থানার ধুমখাটিয়া তালতলার মোড় পাবলিক লাইব্রেরী এলাকার হৃদয়ের চায়ের দোকানের সামনে ইজিবাইক থামিয়ে তাতে তল্লাশী চালায় র্যাব। এসময় চালক ও আরোহির কাছে থেকে ৪৭০ পিস ইয়াবা এবং ০১ গ্রাম হেরোইন উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন পীরগাছার গঙ্গানারায়ন এলাকার আব্দুল মান্নানের পুত্র মিজানুর রহমান (৩৮) এবং কালিগঞ্জ হারিয়াপাড়া এরাকার মৃত হোসেন আলীর পুত্র মোক্তার হোসেন (৩২)।
র্যাব বলছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও তাদের কাছ থেকে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দিয়ে গ্রেফতারকৃতদের মাহিগঞ্জ থানায় হস্তান্তর করার কথাও জানিয়েছে র্যাব।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply