স্টাফ করেসপনডেন্ট, রংপুর
বাতায়ন২৪ডটকম।।
নাচে গানে জাসি গায়ে শোভাযাত্রার মাধ্যমে রংপুর মহানগরীতে কাতার বিশ্বকাপে পছন্দের দল আর্জেন্টিকাকে স্বাগতম জানালো ভক্তরা। সোমবার ( ২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় আর্জেন্টিনা ফানস ক্লাবের আয়োজনে ব্যানারে নগরীর টাউন হল চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়।
ক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আফজাল এবং সাধারণ সম্পাদক জহির আলম নয়নের নেতৃত্বে শোভাযাত্রাটি পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, বেতপট্রি, সুপার মার্কেট মোড়, হয়ে আবারও টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাংলাদেশের পতাকার পাশাপাশি বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা বহন করা হয়। সবার গায়ে ছিল জার্সি। প্রিয় খেলোয়াড় মেসির প্রতিকৃতি।
শোভাযাত্রায় বিভিন্ন বয়সি শত শত মানুষ অংশ নেয়। নারী শিশু ও তরুণরা শোভাযাত্রায় নেচে গেয়ে প্রিয় দলকে স্বাগতম জানান।
রংপুর আর্জেন্টিনা ফানস ক্লাবের সাধারণ সম্পাদক জহির আলম নয়ন জানান, টাউন হলে মাঠে আগামীকাল( ২২ নভেম্বর) বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থাও করেছি আমরা। যেতিন আর্জেন্টিনার খেলা হবে সেদিনিই আমরা বড় পর্দায় খেলা দেখাবো। আমার সুশৃঙখলভাবে খেলা দেখতে চাই। আমরা মনে করি এবারের বিশ্বকাপে আমাদের হারানোর কোন দল নেই।
ফানস ক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আফজাল জানান, ব্রাজিল ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তারা আর্জেন্টিার ভক্ত। কারণ তাদের কাছে আছে মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়।আমরা মনে করি এবার বিশ্বকাপে আর্জেন্টিনা ফেবারিট এবং আমরা বিশ্বকাপ চ্যম্পিয়ন হবো ইনশাআল্লাহ
বাতায়ন২৪ডটকম/সমামা
Leave a Reply