স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।
রংপুর মহানগরীর কুকরুলে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এবার দুর্বৃত্তদের হামলায় আহত হলেন আরটিভি প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদল।
বুধবার (১৯ এ্রপ্রিল) রাত ১০ টায় তার ওপর হামলা চালিয়ে দৃবৃত্তরা পালিয়ে যায়। সাংবাদিক জাহাঙ্গীর বাদল বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার বুক এবং হাত চা পাতির চোটে জখম হয়েছে।
হামলার শিকার জাহাঙ্গীর বাদল জানিয়েছেন, বুধবার সন্ধায় নগরীর কুকরুল এলাকায় পূর্ব পরিচিত এক ব্যক্তির বাড়িতে ইফতারের দাওয়াত শেষে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে স্থানীয়দের সাথে আড্ডা মারছিলেন। রাত ১০ টার দিকে তার কাছে খবর আসে ওই পরিচিত ব্যক্তিকে মারধোর করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি জানার চেস্টা করাকালিন সময়েই স্থানীয় চিহ্নিত দুবৃত্ব ভুট্র ও জাকিরের নেতৃত্বে বেশ কয়েকজন মোটরসাইকেল যোগে এসে তার ওরপর চাপাতি দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সাংবাদিক বাদল জানিয়েছেন তথ্য সংগ্রহের চেস্টার কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আবু মারুফ হোসেন
জানিয়েছেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। জমিজমার টাকার লেনদেনের বিষয়ে পূর্ব বিরোধের কারণে হামলার ঘটনা প্রাথমিক তথ্যে জানা গেছে।যেখানে তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিনি।
এর আগে বুধবার দুপুরে নগরীর গনেষপুরে স্থানীয় এক ব্যবসায়ী হামলা চালায় দৈনিক যুগের আলোর স্টাফ ফটো সাংবাদিক ইমরোজ হোসেন ইমুর ওপর।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানসহ রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। নইলে আবারও মাঠে নামতে হবে জানিয়েছেন নেতৃ্বৃন্দ।
বাতায়ন২৪ডটকম।সমামা
Leave a Reply