স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরের একটি বাজারে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় নিঃস্ব হয়েছেন ৪ ব্যবসায়ি। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিঠাপুকুর উপজেলা বড়বালা ইউনিয়নের কেশবপুর বাজারে এই অগ্নিকান্ড হয়।
মিঠাপুকুর ফায়ার স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত পৌঁছাই এবং দুটি ইউনিট প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। আমাদের প্রাথমিকভাবে ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতেপারে।
নেভাতে নেভাতেই বেলাল কসমেটিক্স, আরিফুল ভ্যারাইটি স্টোর, মামুন কম্পিউটারসহ মোট চারটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি বেলাল হোসাইন জানান, আমার দুটি দোকানের রেফ্রিজারেটর, টিভি, প্রসাধনীসহ ভ্যারাইটি স্টোরের প্রায় লাখ দশেক টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়াও আরিফুল স্টোর ও মামুন কম্পিউটারের কম্পিউটার, টিভি ফ্রিজসহ দোকানের প্রায় ৫ টাকার মালামাল পুড়ে গেছে। একারণে তারা এখন পথে বসলেন।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply