স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর
বাতায়ন২৪ডটকম।।
রংপুর মহানগরীর মডার্ন মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি খাবার হোটেল সহ প্রায় ১২ টি দোকানের মালামাল পুড়ে ।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার রাত পৌনে বারোটায় মডার্ন মোড়ের শাহীন হোটেলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আজাদ হোটেলসহ আশেপাশের বারোটি বিভিন্ন ধরনের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।
উপস্থিত ফায়ার সার্ভিসের উদ্ধতন কর্মকর্তারা বলছেন, কি কারনে আগুন লেগেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায় না। বিষয়টি তদন্তের পর বলা যাবে। তবে দুটি হোটেল এবং বারটি বিভিন্ন ধরনের দোকান মালামাল পুড়ে গেছে। আমরা তালিকা করছি।
Leave a Reply