মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বাধীনতা বিরোধীরা আশেপাশে আছে, আমাদের সাথে আছে, মিলেমিশে আছে, সুযোগ পেলেই স্ব-মুর্তিতে আবির্ভূত হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী তিস্তায় নিখোঁজের ১৮ দিন পর সন্ধান মিললো নাইসের লাশের  রংপুরে গাছের ডাল পড়ে মারা গেলেন ১০ বছরের কন্যাসহ শিক্ষিকা, স্বামী আহত র‌্যাব-১৩ মাদক বিরোধী অভিযানঃ ৮১ কেজি গাজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ৪ অবৈধভাবে স্যালাইন মজুদ: রংপুরের অবসর ও রিফাত মেডিসিন কর্নারকে জরিমানা সরকারকে সরাতে তারাতারি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে: আলাল   সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুই কর্মচারীর ২ বছর করে কারাদন্ড পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা যানজট নিরসনে রংপুর মহানগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিস্টেম  
রংপুরে আওয়ামীলীগের সমাবেশে বিএনপির চেয়ে দশগুন বেশি লোক উপস্থিতির চ্যালেঞ্জ বাণিজ্যমন্ত্রীর

রংপুরে আওয়ামীলীগের সমাবেশে বিএনপির চেয়ে দশগুন বেশি লোক উপস্থিতির চ্যালেঞ্জ বাণিজ্যমন্ত্রীর

সেলিম সরকার, বাতায়ন২৪ডটকম

রংপুরঃ বাণিজ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘ আওয়ামীলীগের রংপুর বিভাগীয় সমাবেশে বিএনপির সমাবেশের চেয়ে দশগুন বেশি লোক উপস্থিত হবে। আজকের এই সম্মেলন ( যুবলীগের ) তার ছোট্র একটা চ্যালেঞ্জ ছেড়েছি। ’

শনিবার ( ৫ নভেম্বর) দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে এই চ্যালেঞ্জ দেন তিনি।

সম্মেলনে রংপুরে আওয়ামীলীগের মহাসমাবেশে বিএনপির গণ সমাবেশের চেয়ে ১০ গুন বেশি গণজমায়েত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য টিপু মুনশি বলেন, ‘ আরেকটা চ্যালেজঞ্জ করে এই মঞ্চ থেকে বিদায় নিতে চাই। তারা (বিএনপি) এখানে (রংপুরে) মহাসমাবেশ করেছিলেন। রংপুর বিভাগের আটজেলার তাদের দলের লোক নিয়ে মহাসমাবেশ। আজকের এই সম্মেলন ( যুবলীগের ) তার ছোট্র একটা চ্যালেঞ্জ ছেড়েছি। আর বড় চ্যালেঞ্জ টা দিয়ে যাই, তারা যত জনসমাবেশ করতে চেয়েছেন আট জেলা নিয়ে। আমরাও একটা মহাসমাবেশ করবো। ইনশাআল্লাহ সেখানে থেকে ১০ গুন লোক এই রংপুর শহরে আসবেন সেদিন। সেদিন দেখিয়ে দিবো। এই বাংলাদেশ এই রংপুর, মুক্তিযুদ্ধের চেতনার রংপুর। ’

একাত্তরে পরাজিত শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে দাবি করে টিপু মুনশি বলেছেন,  ‘একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি। আপনারা জানেন। যারা নতুন তারা শুনেছেন। এই রংপুর শহরে প্রথম শহীদ হয়েছে সংশু সমোজদার।  যুদ্ধ আমরা করেছি তখন। সেই পরাজিত শক্তির প্রতিভু, সেই ভুত যাদের শরীরে, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। সেই শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে সেই শক্তি আবার মাঠে নেমেছে। এখন আমাদের এই কথা বলা দরকার, যে আরেকটা যুদ্ধের প্রয়োজন আমাদের। এখন আরেকবার যুদ্ধে যেতে হবে সেই পরাজিত শক্তিকে আবার পরাজিত করতে। ’

বিএনপি পাকিস্তানে ফিরে যেতে চায় উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘ আপনারা শুনেছেন, চট্রগামে সমাবেশ করেছে সেই বিএনপি। সেখানে রাজাকারের ছেলে সাকা চৌধুরীর ছেলে দম্ভিত উচ্চারণ করেছে।  আর বিএনপির সাধারণ সম্পাদক, তিনি সেদিন বলেছেন পাকিস্তান নাকি তাদের কাছে ভালো ছিল। এই যে কথা এটাই তাদের ভেতরের কথা। তারা পাকিস্তানে ফিরে যেতে চায়। সেই জন্য আমি আহবান জানাতে চাই যুব সমাজকে, যুবলীগের এই সম্মেলন থেকে আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই পরাজিত শক্তি নিশ্চিহ্ন করতে হবে। বারবার তারা মাথা চাড়া দিয়ে উঠছে। ’

বাতায়ন২৪ডটকম/সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com