স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
সংগঠক, ছড়াকার ও সাংবাদিক মানিক সরকার মানিককে দখিগঞ্জ শশ্মানে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানালো রংপুরবাসি। মঙ্গলবার ( ৩ জানুয়ারী) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুর রহমান হাবু জানান, মঙ্গলবার (৩জানুয়ারী) দিবাগত রাতে গুপ্তপাড়ার বাসায় অসুস্থ্য ন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক মানিক সরকার মানিক। ভোরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেলা সোয়া দুইটায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রংপুর প্রেস ক্লাব চত্বরে আনা হয়। পরে বিকেলে দখিগঞ্জ শশ্মানে তার অন্তেস্টক্রিয়া সম্পন্ন হয়। তার মরদেহে শ্রদ্ধা এবং অন্তেষ্টেক্রিয়ায় অংশ নেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবলু, মহানগরের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম-আবুল কাশেম, সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোঃ জুননুনসহ জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ছাত্রলীগ, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর প্রেস ক্লাব, সিটি প্রেস ক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মাহিগঞ্জ প্রেস ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি-ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ)সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী, বিভাগীয় লেখক পরিষদ, বাংলার চোখ, পদাতিক, কালীবাড়ি মন্দির কমিটি, রাধাগোবিন্দ মন্দির কমিটি, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনসহ ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রেস ক্লাব চত্বরে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন মানিক সরকার মানিকের পরিবারের সদস্য ও তাঁর সহযোদ্ধারা।
সাংবাদিক মানিক ১৯৬৫ সালের ২১ ফেব্রুয়ারি রংপুর নগরীর সেনপাড়া চাউল আমোদ এলাকায় জন্ম গ্রহণ করেন। তার বাবা প্রমথ রঞ্জন সরকার ও দেবী রাণী সরকার। রংপুরের সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনে আলো ছড়ানো মানিক সরকার মানিকের সর্বশেষ কর্মস্থল দৈনিক জাগরণ (অনলাইন) ও স্থানীয় দৈনিক পরিবেশ।
তিনি দৈনিক জাগরণ পত্রিকায় স্টাফ রিপোর্টার এবং দৈনিক পরিবেশ-এ উপ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। স্কুল জীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। ১৯৭৯ সালে প্রথম তার লেখা পত্রিকায় ছাপা হয়। এরপর ১৯৮৬ সাল থেকে ৯০ সাল পর্যন্ত ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক স্বদেশ খবর, সাপ্তাহিক পূর্বানী, সাপ্তাহিক খবরের কাগজ এবং একই সময়ে রংপুরের দৈনিক দাবানলে ‘প্রবাহ’ শিরোনামে নিয়মিত কলাম লেখেন। ১৯৯১ সালে দৈনিক রূপালীতে নিজস্ব সংবাদদাতা এবং পরবর্তীতে স্টাফ রিপোর্টার ও রংপুর ব্যুরো চীফ মনোনীত হন।
১৯৯৩ সালে প্রথমে নিজস্ব সংবাদদাতা হিসেবে দৈনিক জনকণ্ঠে যোগ দেন। পরবর্তীতে ২০০২ সালে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পান এবং এক নাগাড়ে ২০১০ পর্যন্ত ১৮ বছর কাজ করেন। ২০০৯ সালের আগস্ট মাসে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার এবং রংপুর অফিস প্রধান হিসেবে যোগ দিয়ে ২০১২ সালের এপ্রিল মাস পর্যন্ত কাজ করেন। এরপর ২০১৩ সালের ১ জানুয়ারিতে আবারও স্টাফ রিপোর্টার হিসেবে জনকণ্ঠে যোগ দেন।
পাশাপাশি তিনি চ্যানেল নাইনে এক বছর কাজ করেন। পরে চ্যানেল নাইন ছেড়ে ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং রংপুর ব্যুরো ইনচার্জ হিসেবে যোগ দেন। সময় টেলিভিশনের পাশপাশি তিনি কিছুদিন দৈনিক ইত্তেফাকেও কাজ করেন। ২০১৮ সালে শারীরিক অসুস্থতার কারণে সময় টেলিভিশন সাংবাদিকতা ছেড়ে দেন। এরপর থেকে দৈনিক জাগরণ ও দৈনিক পরিবেশে কর্মরত ছিলেন।
তিনি রংপুর প্রেস ক্লাবের পাঁচবার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মানিক রংপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবেদিত হয়ে কাজ করেছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সক্রিয় সদস্য ছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত ছড়াও লিখতেন।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply