স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম
রংপুরঃ রংপুর মহানগরীকে স্ত্রীকে যৌতুকের টাকার জন্য শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়াও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এর বিচবারক মোস্তফা কামাল এই আদেশ দেন।
রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত এর পাবলিক প্রসিকিউটর রফিক হাসনাইন জানান, ২০১৭ সালের ২৮ জুন যৌতুকের টাকার জন্য নগরীর ধাপআটিয়াটাড়ি এলাকায় স্ত্রী সুলতানা পারভীনকে নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যার পর লাশ একটি পাটক্ষেতে ফেলে দেয় স্বামী সোহেল রানা শরিফুল। ঘটনারর দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল। এ বিষয়ে পারভীনের পিতা সুজা মিয়া একটি হত্যা মামলা করলে সোহেল গ্রেফতার হয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে ১৫ জনের স্বাক্ষ্য ও জেরা বিশ্লেষন করে বিচারক এই আদেশ দেন।
পিপি জানান, এটি একটি চাঞ্ছল্যকর হত্যা মামলা। এই রায়ে আমরা সন্তুস্ট। এখন দ্রুত রায় বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হোক।
আদালতে উপস্থিত সুলতানার পিতা সুজা মিয়া রায় শোনার পর কেঁদে উঠে বলেন, আমি চাই আমার মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে। আর কোন বাবা মায়ের বুক যেন সেভাবে খালি না হয়। এখন আমি চাই হত্যাকারীর ফাঁসি বাস্তবায়ন করা হোক।তবে আদেশের পর কাঠগড়া থেকে বের হওয়ার সময় আসামী সোহেল নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি আরায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।
Leave a Reply