বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন

যে যেখানে আছি সেই অবস্থান থেকে বাংলা ভাষার মর্যাদা অক্ষুন্নত রাখা সকলের নৈতিক দায়িত্ব: মোস্তফা

যে যেখানে আছি সেই অবস্থান থেকে বাংলা ভাষার মর্যাদা অক্ষুন্নত রাখা সকলের নৈতিক দায়িত্ব: মোস্তফা

স্রংটাপুর সিটি মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বাংলা ভাষাই হলো আমাদের সকল আন্দোলনের ভিত্তি। তাই এই ভাষাকে সমাদৃত করতে উদ্যেগ নিতে হবে সবার আগে। তাই যে যেখানে আছি সেই অবস্থান থেকে বাংলা ভাষার মর্যাদা অক্ষুন্নত রাখার আমাদের নৈতিক দায়িত্ব।

শনিবার সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে ভাষা দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি করপোরেশন এবং জাতীয় পার্টির পক্ষ থেকে ফুুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য ও মহানগর সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মেয়র বলেন, আদালত থেকে শুরু করে সব জায়গায় এখনও ইংরেজি প্রধান ভাষা আছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্য ভাষা আমাদের শিখতে হবে। কিন্ত বাংলাভাষাকে আমাদের সবার আগে তুল ধরতে হবে।

প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব, রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, মহানগর পুলিশ কমিশনার নুরেআলম মিনা, ডিসি ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন বিভাগ। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর ও জেলা জাতীয় পার্টি, আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক মূল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। ফুল দিয়েং শ্রদ্ধা জানান বিভিন্ন পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ। মঙ্গলবার ভোর থেকেই মানুষের ঢল নামে শহীদ মিনারে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নানা ধরণের প্রতিযোগিতাসহ আলোচনা সভায়। রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানা ছাড়াও আয়োজন করা হয় আলোচনা সভা। শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুলে আয়োজন করা হয় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ছাড়াও নানা ধরণের প্রতিযোগিতা। অংশগ্রহনকারীরা বলেন, ভাষার মর্যাদা রক্ষায় সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা।##

সরকার মাজহারুল মান্নান, রংপুর অফিস
২১-০২-২৩/০১৭১২১১১৪১৯

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com