শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন

যেকোনো সেবা গ্রহণের জন্য আমার দরজা সার্বক্ষণিক খোলা: রংপুরে জেলা প্রশাসক

যেকোনো সেবা গ্রহণের জন্য আমার দরজা সার্বক্ষণিক খোলা: রংপুরে জেলা প্রশাসক

স্টাফ করসপন্ডেন্ট
ডিসি অফিসের যেকোনো সেবা গ্রহনের জন্য আমার দরজা সার্বক্ষণিক খোলা বলেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
আজ রোববার(৬ আগস্ট) প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন জেলা প্রশাসক।
তিনি আর ও বলেন, হয়ত ৫ মিনিট বা ৪ মিনিট দেড়ি হতে পারে এতে মন খারাপ করা যাবে না।
এ সময় রংপুরের চাল ডালের একটা বিষয় আছে বলে জানান তিনি।এখানে চাকরি করলে একটা আত্মীক টান হয়ে যায়। এজন্য বারবার ঘুরেফিরে কর্মকর্তারা রংপুরে আসেন বলে জানান তিনি। জেলা প্রশাসক কাজের ব্যাপারে বলেন আমার আন্তরিকতার ও চেষ্টার কোন ঘাটতি থাকবে না।
অনিয়মের ব্যাপারে জেলা প্রশাসক বলেন, ‘আমার কার্যালয়ে কিছু কিছু অনিয়মের খবর পেয়েছি। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার দুই জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।’
সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা এবং ওয়ান স্টপ সেন্টারে অনিয়ম দুর্নীতির অভিযোগ করে বলেন, ‘সেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। অতিরিক্ত জেলা প্রশাসক পদ মর্যাদাসহ অন্যান্য কর্মকর্তারা নিজেদের প্রভু ভাবেন।’ বিষয়টি নিরসন করার আহ্বান জানান সাংবাদিকরা।

মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
সেলিম সরকার রংপুর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com