ন্টাফ করেসপনডেন্ট, নীলফামারী।। বাতায়ন২৪ডটকম।।
যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট সরকার মাজাহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দাখিলকৃত মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে নীলফামারী প্রেসক্লাব ।এসময় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক। এতে নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, নীলফামারী প্রেসক্লাবের জেষ্ঠ সহসভাপতি ও যমুনা টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি আতিয়ার রহমান, প্রথম আলোর নীলফামারী নিজস্ব প্রতিবেদক মীর মাহমুদুল হাসান, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আল হাচান, এশিয়ান এইজ পত্রিকার প্রতিনিধি আজাহারুল ইসলাম, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে। এ আইনের মাধ্যমে সাংবাদিকদের বাক্স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত ছাড়া আর কিছুই নয়। সাংবাদিকরা যাতে সত্য প্রকাশ করতে না পারেন, সে জন্য এ আইন করা হয়েছে। অবিলম্বে এ আইন বাতিল করতে হবে। এ সময় সরকার মাজাহারুল মান্নানসহ দেশের সব গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান বক্তারা।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply