শুক্রবার, ০২ Jun ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ফেনসিডিল, এসকাপ সিরাপসহ আটক ১ দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে রংপুর হাসপাতালের দক্ষিণ দিকের গেট রংপুরের বদরগঞ্জে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হল জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষীকি কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলার বুকে এক টুকরো লুসাই গ্রাম, প্রবেশ ফি ৩০ টাকা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কারণে নয়,নাম ও রোল নম্বর ভুলের কারণে পরীক্ষা ফলাফল স্থগিত করা হয়েছে। ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ বদরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু পুলিশের বেঁধে দেয়া রুটেই বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল রংপুরে ভিশন স্পেশালাইজড হাসপাতালে ভুল অপারেশনে যুবকের মৃত্যুর অভিযোগ
যমুনা টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

যমুনা টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের জেরে যমুনা টেলিভিশনের রংপুর স্টাফ করসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর এবং তাজহাট মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে দাখিলকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের সাংবাদিকরা।

রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের আয়োজনে  মানববন্ধন ও সমাবেশে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক্স এবং অনলাইন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি স্বরুপ কুমার বকসি।  বক্তব্য রাখেন, সাবেক সভাপতি একুশে টেলিভিশনের প্রতিনিধি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক বাংলাভিশন রিপোর্টার সুব্রত মজুমদার ডলার, সাবেক সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের গোলাম নবী দুলাল, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মাহফুজুল হক ,

 চ্যানেল২৪ এর স্টাফ  রিপোর্টার বিপুল সরকার সানি, নিউজ২৪ টেলিভিশনের ফখরুল হাসান পলাশ, যুগান্তরের একরাম তালুকদার, সিনিয়ার সাংবাদিক সালাউদ্দিন আহমেদ,  রতন সিং।মানববন্ধন ও সমাবেশে দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, গণমাধ্যমের কন্ঠরোধের অপচেষ্টার অংশ হিসেবে যমুনা টেলিভিশনের মাজহারসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। যমুনার ক্রাইম সিন এ ওই প্রতিবেদনে বলা হয়েছিল কাউন্সিলর শিপলুর নামে ওয়ারেন্টসহ বিভিন্ন তথ্য.। পুলিশ তাকে গ্রেফতারের মাধ্যমে সেই তথ্য সঠিক হিসেবে প্রমাণিত হয়েছে। তারা অবিলম্বে  মাজহারের নামে দাখিলকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা প্রত্যাহার এবং এই কালো আইন বাতিলের দাবি জানান।

বাতাযন২৪ডটকম।সমামা।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com