স্টাফ করেসপন্ডেন্ট,নীলফামারী, বাতায়ন২৪ ||
‘পরীক্ষা দিতে না পেরে মেয়ের যদি কিছু হয়ে যায়, দায়ভার কে নেবে?’
নীলফামারীর ডিমলায় খগা বড়বাড়ি বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিতে এক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর বাবা।
জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী শিমু আক্তার ডিমলা উপজেলার খগা খড়িবাড়ি ইউনিয়নের সুন্দর খাতা গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তার ওই বিদ্যালয়ের মানবিক শাখা থেকে এবার এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করার কথা ছিল।
অভিযোগ সূত্রে জানা যায়, যথাসময়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ভুক্তভোগী শিক্ষার্থী শিমু আক্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ২ হাজার ৪০০ টাকা জমা দেন। কিন্তু ফরম পূরণ না করে মাসিক বেতন হিসেবে ওই শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেন প্রধান শিক্ষক মারুফা আক্তার লিজা। সম্প্রতি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিতে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক জানান শিমুর ফরম পূরণ হয়নি। পরে প্রধান শিক্ষকের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপণ করেন। এ ঘটনায় পরীক্ষা দিতে পারবে না জেনে ওই শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রধান শিক্ষকের এ রকম অবহেলার কারণে আমার মেয়ের এসএসসি পরীক্ষার ফরম পূরণ হয়নি। ফরম পূরণের জন্য আরও ৬ হাজার চেয়েছেন তিনি। আমি গরিব মানুষ এতো টাকা কোথায় পাব। পরীক্ষা দিতে না পেরে যদি আমার মেয়ের কিছু হয়ে যায়, এর দায়ভার কে নেবে?
শিক্ষার্থী শিমু আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমি প্রধান শিক্ষকের কাছে ফরম পূরণের টাকা জমা দিয়েছি। এখন জানতে পারি আমার এসএসসি ফরম পূরণ হয়নি। ভুল করে আমার নামের আরেকজন ঝড়ে পড়া শিক্ষার্থীর ফরম পূরণ হয়েছে। এখন প্রধান শিক্ষক আমাকে এক বছর অপেক্ষা করতে বলছেন। আমি এর বিচার চাই।
এ বিষয়ে প্রধান শিক্ষক মারুফা আক্তারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে, তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার বিস্তারিত জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণের কার্যক্রম শুরু করা হয়। আগামী ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুত্রঃ ঢাকা পোস্ট
Leave a Reply