শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ অপরাহ্ন

মিঠাপুকুরে যুবকদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

মিঠাপুকুরে যুবকদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

রিপন শাহরিয়ার।স্টাফ করেসপন্ডেন্ট। বাতায়ন২৪ডটকম।।

মিঠাপুকুরে যুবকদের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১লা জুলাই) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে যুবকদের অর্থায়নে জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ ও সাধারণ ছাত্রদের মাঝে বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়েছে।

ইউনিয়নের ছড়ান ডিগ্রী কলেজ মাঠে বিভিন্ন ধরনের বনজ, ফলজ ও ঔষধি যেমন কাঁঠাল, জলপাই, কাঠ ফল, নিম, আমড়া, বকুল, কৃষ্ণচূড়া,পেয়ারা ইত্যাদি বৃক্ষের চারা বিতরণ করেন তারা। এসময় কলেজ মাঠেই রোপনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে মামুনুর রশিদ, আব্দুল্লাহ-আল রাজিব , শাহাদৎ হোসাইন, আহসান হাবীব, বেলায়েত হোসেন, জাকির ইসলাম, ফরহাদ বাদশা, রিপন শাহরিয়ার,শাখ‌াওয়াত হোসাইন, শেফাউল ইসলাম সিনা,আখতারুজ্জামান, মারজান আহমেদ সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় মামুনুর রশিদ বলেন, “বর্তমানে তীব্র তাপদাহ জলবায়ুর পরিবর্তন অনাবৃষ্টি ইত্যাদি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পরিবেশের এই পরিবর্তনের জন্য মূলত মানুষেরাই দায়ী । কেননা মানুষ দিন দিন ঘরবাড়ি নির্মাণ আসবাবপত্র ইত্যাদি বিভিন্ন কারণে বৃক্ষ নিধন করছে।আর বৃক্ষ নিধনের ফলেই মূলত এসব পরিবর্তন ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এহেন পরিবর্তনের ফলে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আমরা বড়বালা ইউনিয়নের সচেতন নাগরিক যুবসমাজ বৃক্ষরোপন কর্মসূচি পালন করলাম। ইনশাআল্লাহ আমরা প্রতিবছরই করার চেষ্টা করব”‌।

আব্দুল্লাহ-আল রাজিব বলেন,“এই পৃথিবীটা আমাদের। আর এখানে আমরাই বসবাস করি। এই পৃথিবীকে সুন্দর ও পরিবেশ বান্ধব রাখা আমাদেরই দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই আমাদের এই কর্মসূচি”।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com