স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
প্রান্তিক দুঃস্থ ও অসহায় নারীদের আত্ম-কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে শনিবার দুপুরে রংপুরের মিঠাপুকুরের জয়ন্তিপুর গ্রামে নারীদের মাঝে চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
কুয়েতের অর্থায়নে সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকেনোলোজিক্যাল সাপোর্ট-এসএসটিএস এর উদ্যোগে এসব সেলাই মেশিন, বিভিন্ন টুলস ও সনদ বিতরণ করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত) রুহুল আমীন। জয়ন্তিপুর গ্রামে প্রতিষ্ঠিত এসএসটিএস এর আল রাহমা প্রশিক্ষণে কেন্দ্রের সভাপতি আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, প্রকল্প কর্মকর্তা হারুন অর রশিদ।
উদ্যেক্তারা জানিয়েছেন, প্রশিক্ষণ কেন্দ্রটিতে গত চারমাসে ১১৯ জনকে প্রশিক্ষন এবং তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এরমাধ্যমে দুঃস্থ নারীদের আত্ম কর্ম সংস্থান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।প্রশিক্ষণ নিয়ে ও সেলাই মেশিন পেয়ে দুঃস্থ নারীরা কর্মমূখি হওয়ার কথা জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুহুল আমীন জানিয়েছেন, এ ধরণের উদ্যোগ প্রান্তিক জনপদের দুঃস্থ নারীদের কর্মসংস্থান তৈরি এবং সংসারে পুরুষের পাশাপাশি আয়বর্থক কাজে সহযোগিতা করতে মাইল ফলক হিসেবে কাজ করবে। এ ধরণের উদ্যোগ অব্যাগত রাখার পাশাপাশি উপকারভোগিদেও ফলো¦আপে রাখার আহবান জানান তিনি।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply