বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন

মিঠাপুকুরে জমকালো আয়োজনে “নবীন বরণ” অনুষ্ঠিত

মিঠাপুকুরে জমকালো আয়োজনে “নবীন বরণ” অনুষ্ঠিত

রিপন শাহরিয়ার স্টাফ করেসপন্ডেন্ট||বাতায়ন২৪.কমঃ-

জমকালো আয়োজনে একাদশ ২০২২-২৩ ও স্নাতক (পাস) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ছড়ান ডিগ্ৰি কলেজ।

আজ (বুধবার) ১ ফেব্রুয়ারী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ছড়ান ডিগ্ৰি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উক্ত কলেজ।

উক্ত অনুষ্ঠানে জনাব মেজবাহুর রহমান (মঞ্জুর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার সাংসদ পুত্র ও বাংলাদেশ আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য জনাব রাশেক রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অর্জনে‌ উপদেশ মূলক বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন “জীবনে সফলতা পেতে হলে, স্বপ্ন দেখতে হবে” পরে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ক্রীড়া সামগ্রী ফুটবল,ভলিবল বিতরণ করেন।

 

এসময় সভাপতির বক্তব্যে জনাব মেজবাহুর রহমান মঞ্জু বলেন “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন, বর্তমান সরকারের হাত ধরে এগিয়ে যাচ্ছে শিক্ষা, নারী শিক্ষার উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন হয়েছে। আমাদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র কলেজ প্রতিষ্ঠাতা জনাব তোফাজ্জল হোসেন, মোজাম্মেল হক মিন্টু মিয়া সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখা, ১১ নং বড়বালা ইউনিয়নের চেয়ারম্যান জনাব তারিকুল ইসলাম সরকার (স্বপন) সহ আরও গন্য মান্য ব্যাক্তিবর্গ ।

 

নবীন শিক্ষার্থীদের বরণ পর্ব শেষ হলে পরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের আমন্ত্রিত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 

 

 

 

রিয়াদ/||বাতায়ন২৪.কমঃ-

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com