শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ অপরাহ্ন

মিঠাপুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল যুবকের

মিঠাপুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল যুবকের

Black and white of Drowning victims Hand of drowning man needing help. Failure and rescue concept.

রিপন শাহরিয়ার। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি কলেজ মাঠে ক্রিকেট খেলা শেষে একটি পুকুরে গোসল করতে নেমে ফাাতিন জামান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১০ই জুন) দুপরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি এলাকায় ক্রিকেট খেলা শেষে শঠিবাড়ী মৎস্য আড়তের পুকুরে গোসল করতে গিয়ে ঘটনা ঘটে।

জানা যায়, ক্রিকেট খেলা শেষে গরমের কারনে বন্ধুরাসহ মৎস্য আড়ৎতের পুকুরে গোসল করতে যায় সে। ভালো সাঁতার না জানার কারণে সে হাবুডুবু খায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে শারিরীক অবস্থার অবনতি হলে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, “পুলিশ ও পরিবারের সদস্যগণ দুপুর ১২ টা নাগাদ ফাতিনকে হাসাপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করা হয়। ইসিজি করার পর তার কোন ব্লাড সঞ্চালন না করায় তাকে মৃত্যু ঘোষণা কর হয়”।

শঠিবাড়ী হাটের ফাতিন স্টুডিও এর মালিক বিশিষ্ট ঠিকাদার আখতারুজ্জামান মিলনের একমাত্র ছেলে ছিল ফাতিন।

মিঠাপুকুর থানার এসআই শাহীন জানান, “ফাতিন সাঁতার ভালো না জানার কারণে পানিতে ডুবে যায়। মিঠাপুকুর হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে সে মারা যায়”।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com