বুধবার, ০৭ Jun ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পীরগাছায় শিশু ধর্ষণকারী বিনোদ চন্দ্রের ফাঁসির দবিতে বিক্ষোভ, কুশ পুত্তলিকায় লাথি ও থুথু নিক্ষেপ সোনা মিয়া হত্যাকান্ড: কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কারাগারে কালীগঞ্জে ফেনসিডিল, এসকাপ সিরাপসহ আটক ১ দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে রংপুর হাসপাতালের দক্ষিণ দিকের গেট রংপুরের বদরগঞ্জে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হল জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষীকি কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলার বুকে এক টুকরো লুসাই গ্রাম, প্রবেশ ফি ৩০ টাকা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কারণে নয়,নাম ও রোল নম্বর ভুলের কারণে পরীক্ষা ফলাফল স্থগিত করা হয়েছে। ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ বদরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু
মাদক সার্বজনিন সমস্যা, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: আইজিপি

মাদক সার্বজনিন সমস্যা, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: আইজিপি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বঙ্গবাজারসহ বিভিন্নস্থানে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোন নাশকতার তথ্য নাই উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম বার পিপিএম বলেছেন, নির্বাচন দ্বায়িত্ব পালনের জন্য আমাদের প্রশিক্ষণ, ইকুইপমেন্ট, লজিস্টিক, জনবল এবং অভিজ্ঞতা আছে, তাই নির্বাচনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত। জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে দাবি করে পুলিশ প্রধান আরও বলেছেন, মাদক একটি সার্বজনীন সমস্যা, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৩ এপিল) বেলা সাড়ে ১১ টায় রংপুর জেলা পুলিশের মাল্টিপারপাস হল রুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।এসময় তার সাথে রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ, রংপুর মহানগর পুলিশ কমিশনার নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম, কমিশনার, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট(ডিআইজি), বাসুদেব বনিক, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরীসহ রংপুর রেঞ্জের সকল জেলার সকল ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

রংপুর বিভাগ মাদকের ট্রানজিট রুট সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ প্রধান বলেন, ‘মাদকের বিষয়ে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। মাদকে আমাদের সন্তানরা জড়িত হচ্ছে, এটা উদ্বেগজনক। আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে কাজ করছি। আমি দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট র্যা বসহ সবাই মিলে এক যোগে মাদকের বিরুদ্ধে কাজ করছি এবং মাদককে আমরা নিয়ন্ত্রণে রেখেছি।’

মাদককে সার্বজনিন সমস্যা উল্লেখ করে আইজিপি বলেন, ‘মাদক একটি সার্বজনীন সমস্যা। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন হিসেবে আমরা নিবো এবং সবাই মিলে একযোগে আমরা কাজ করছি। আশা করি আমাদের দেশেও মাদকের বিরুদ্ধের উল্লেখ্যযোগ্য সাফল্য অবশ্যই অর্জিত হবে।’

আগুন লাগার সাথে জঙ্গি কিংবা কোন দলের নাশকতার বিষয় আছে কিনা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, ‘ আপনারা দেখেছেন কিছুদিন আগে বঙ্গবাজাওর একটা আগুন লাগানোর ঘটনা সংঘটিত হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে হচ্ছে। আমরা এখনও পর্যন্ত ওই ধরণের কোন সুনির্দিস্ট তথ্য পাই নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, যদি ওই ধরণের কোন তথ্য পাই, নিশ্চয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। তবে এই ধরণের তথ্য এখনও পর্যন্ত আমাদের কাছে আসে নি।’

বর্ষবরণ বিষয়ে প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘ উড়ো চিঠি দেয়া হয়েছে। তবে আমরা আতংকিত হওয়ার মতো তেমন কিছু দেখছি না। এরপরও আমরা আত্মতুস্টিতে ভোগিনা। আমরা পর্যাপ্ত নিরাপত্বা ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করি পহেলা বৈশাখে মানুষ মঙ্গল শোভাযাত্রাসহ সকল অনুষ্ঠানাদি যথাযথবাবে যেভাবে তারা অতীতে অংশ গ্রহন করেছেন, এবারও অংশ গ্রহন করতে পারেন। সে জন্য সকল নিরাপত্বা নেয়া হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে দাবি করে পুলিশ প্রধান বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্র্যী জঙ্গিবাদ সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি গ্রহন করেছেন। সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি।’

পুলিশ প্রধান বলেন, ‘এককালে এই বাংলাদেশে একটা সন্ত্রাসের জনপদ গড়ে উঠেছিল দক্ষিন পশ্বিচমাঞ্চলে। ওই এলাকার লোকজনের কি দুরাবস্থা ছিল, আপনারা সবাই জানেন। তারা ওইসব এলাকা থেকে চলে গিয়েছিল। এখন প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে ওই অঞ্চলে আইনশৃংখলা পরিস্থিতির প্রভূত উন্নতি সাধিত হয়েছে।

আইজিপি বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে এবং জঙ্গিবাদ আমরা সম্পুর্নরুপে নিয়ন্ত্রনে রেখেছি। জঙ্গিরা যখনই মাথাচারা দেয়ার চেস্টা করে, ঠিক তখনই আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি।’

 

আসছে নির্বাচনে দায়িত্ব পালনের প্রস্তুতি প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘নির্বাচনের মতো দায়িত্ব দীর্ঘকালযাবত আমরা পালন করে আসছি। দেড়শ বছরের পুরোনো প্রতিষ্ঠান হিসেবে সব সময় সফল ভাবে আমরা এই দায়িত্ব পালন করে আসছি। এই ধরণের দায়িত্ব পালনের জন্য যে প্রশিক্ষণল, ইকুইপমেন্ট, লজিস্টিক, জনবল এবং অভিজ্ঞতা প্রয়োজ, সেটা আমাদের আছে। তাই আমি মনে করি, নির্বাচনের সময় যেকোন ধরণের দায়িত্ব পালনের জন্য যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সকল সদস্যরা প্রস্তুত আছে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে আমরা দায়িত্ব পালন করি। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দিবে সেই দায়িত্ব পালনের জন্য পুলিশের সকল সদস্য প্রস্তুত।’

সকাল সোয়া ১০ টায় তিনি রংপুরে আসেন। পুলিশের অফিসার্স মেস, পুলিশ ট্রেনিং সেন্টারের একাডেমিক ভবন, মাল্টিপাপাস হল, মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ করেন। পরে তিনি রংপুরের পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শৈলী ভবনে ফোর্স এবং অফিসারদের সাথে পৃথক পৃথকভাবে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’-প্রতিপাদ্য বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির রাখেন।

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com