স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম।।
রংপুরঃ রংপুর মহানগরীর কারমাইকেল কলেজ সংলগ্ন লালবাগ কেডিসি এলাকার মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের আগামী ১৫ দিনের মধ্যে সুপথে ফিরে আসার আল্টিমেটাম দিয়েছেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রোববার (৩০ অক্টোবর) রাত ১১ টায় সুলতাননগর নির্মূল কমিটির আয়োজনে মাদক বিরোধী সমাবেশে তিনি এই আল্টিমেটাম দেন।
স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নুর মোহাম্মদ মোস্তাক আলী হাকিমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন মেট্রোপলিটন তাজহাট থানার ওসি একেএম নাজমুল কাদির, কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, মাহবুবুর রহমান মনজু, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিধুরাম অধিকারী, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান ময়নাসহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন কমিটির আহবায়ক তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমার বসবাস করি খামার মোড় এলাকায়। আর আমার বাসা থেকে মাত্র ৫০০ গজ দুর লালবাগ ও কেডিসি এলাকায় মাদক বিক্রি ও সেবন করা হয়, এটা আমার জন্য লজ্জাকর বিষয়। এই এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ১৫ দিন সময় দেয়া হলো। এরমধ্যে যদি তারা মাদক ব্যবসা এবং সেবন থেকে বিরত না হোন, তাহলে তালিকা করে সাঁড়াশি অভিযান করে তাদের আইনের আওতায় আনা হবে। এতে কারো সুপারিশ থাকবে না।সে যে দলেরই হোক না কেন।
মেয়র বলেন, মাদক ব্যবসা বন্ধ করেলে যদি কারো সংসার না চলে তাহলে তাকে সিটি করপোরেশন থেকে পুনর্বাসন করা হবে। তিনি তালিকা তৈরিতে যেন কেউ অযথা হয়রানির শিকার না হোন সে নিশ্চয়তাও দেন সমাবেশে। পরে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply