স্টাফ করেসপন্ডেন্ট।।বাতায়ন২৪ডটকম।।
জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিতে স্থানীয় সরকার সচিবসহ ১২ সিটি কর্পোরেশনের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ।
বুধবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন জনস্বার্থে ই-মেইলে এ নোটিশ পাঠান ।
স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে এ নোটিশ পাঠানো হয়েছে ।
নোটিশে বলা হয়, এডিস মশা থেকে হওয়া ডেঙ্গু জ্বর বেশ বিপজ্জনক । ২০০০ সাল থেকে বাংলাদেশে এর প্রাদুর্ভাব শুরু হয়েছে । গণমাধ্যমগুলোর তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশি মৃত্যুর খবর এসেছে । ১৭ ডিসেম্বর ডেইলি স্টার অনলাইনের দেওয়া তথ্যমতে, এ বছর ডেঙ্গুতে ২৭১ জনের মৃত্যু হয়েছে । আর আক্রান্ত হয়েছে ৬১ হাজার ২৬৩ জন ।
নোটিশে আরও বলা হয়, অনেক বেশি কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এডিস মশা কমছে না । উল্টো দিন দিন এটি বাড়ছে । এ কারণে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে । এ অবস্থায় জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি । অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply