শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ অপরাহ্ন

মশা নিধনে ডিএনসিসির বাজেট ১১৭ কোটি টাকা

মশা নিধনে ডিএনসিসির বাজেট ১১৭ কোটি টাকা

স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫ হাজার ২৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর উত্তর সিটির নগর ভবনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম।

এবারের বাজেট গত অর্থবছরের তুলনায় ২২১ কোটি টাকা বেশি। উত্তর সিটির ১৩তম বাজেট এটি৷ স্মার্ট শহর গড়ায় এই বাজেট ভূমিকা রাখবে বলে জানান আতিকুল ইসলাম।

বাজেটের রাজস্ব ব্যয় খাতের বিস্তারিত বিবরণে জানানো হয়, এবার মশক নিধন কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে ১১৭ কোটি টাকা এবং নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় রাখা হয়েছে ২২৭ কোটি টাকা।

ডিএনসিসিকে নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ হিসাবে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান আতিকুল ইসলাম। জনসেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

বাতায়ন২৪ডটকম।।হামি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com