সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাত না করায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ:পৌনে ৭ মাস পর তোলা হলো তরুণীর লাশ এরশাদ ছিলেন আধুনিক ও উন্নত বাংলাদেশের রূপকার:  মোস্তফা আলুর ন্যায্যমূল্যেসহ ৭ দফা দাবিতে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রমজানে যেন মানুষের কষ্ট না বাড়ে ব্যবসায়ীদের প্রতি ডিসির অনুরোধ ‘কক্ষে প্রবেশে অনুমতির প্রয়োজন নেই’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত তারাগঞ্জের ইকরচালি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগে বাণিজ্যের অভিযোগ গংগাচড়ায় উপবৃত্তিতে নাম অন্তর্ভুক্ত করার জন্য, টাকা আদায়ের অভিযোগ বর্ণিল আয়োজনে লালমনিরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিক পালন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
মনিরুল ইসলাম মুকুল এর ‘মানুষ’ উপন্যাস

মনিরুল ইসলাম মুকুল এর ‘মানুষ’ উপন্যাস

-আপনি অনেক সৎ মানুষ!
– কি করে বুঝলেন?
– আপনার শত্রুতা বেশি । সৎ মানুষের শত্রু বেশি । কথাটা বলেই একটা হাসির রেখে ফুটে ওঠে । হাসিটা কমতে কমতে ঠোঁটের প্রান্তে মিশে যায় । মানুষটাকে নিয়ে সন্দেহ জাগে আমার । তবে সন্দেহের মাত্রাটা কমে যায় । পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে । মুখভর্তি দাড়ি । কোনো কোনো রাতে তাহাজ্জুদ পড়ে । সপ্তাহে সাতদিনের চারদিনই রোজা রাখে । আজ রবিবার । একদিন পর পর রোজা রাখে সে ।
– আচ্ছা আপনি কি কামাখ্যা গিয়েছিলেন?
– কোন কামাখ্যা একটু যদি বলতেন ।

আমি থেমে গেলাম । ভাবলাম তার এ সম্পর্কে কোনো ধারণা নেই । শিক্ষার কথা জিজ্ঞেস করলেও বলে দু বার মেট্রিক দিয়েও পাশের চৌকাঠ অতিক্রম করতে পারেনি । সে সম্ভবত সমাজে ব্যর্থ মানুষ । অবিবাহিত । বয়স পঞ্চাশ এর কাছাকাছি ।
মাঝে মাঝে দু একটা ইংরেজি শব্দ বলে । শব্দগুলোর অর্থ খুঁজতে ডিকশনারি দেখতে হয় আমাকে ।
– আচ্ছা হারুন সাহেব, আপনার জ্যোতিবিদ্যা নিয়ে কোনো ধারণা আছে? এই ধরুন হ্যালির ধুমকেতু । চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ ।

– হুম !  একটা দীর্ঘশ্বাস দিয়ে থেমে যায় হারুন সাহেব ! লোকটির বৈশিষ্ট্যগুলো ভিন্ন রকম । দুইকে তিন বলে । সংখ্যা গণনার সময় সবসময় নয় বাদ দিয়ে দশ গোনে ! হারুন সাহেব মানুষ নিয়ে গবেষণা করতে চায় ! মানুষের ক্রমবিকাশ, উৎপত্তি এগুলো নয়, এগুলো নিয়ে বিজ্ঞানাীরা অনেক আগেই গবেষণা করেছেন । তার গবেষণার প্রধান আলোচ্য বিষয় মানুষ ! আমার ধারণা এবং কি আমি বিশ্বাস করি মানুষ সবার সেরা । এটা নিয়ে অবশ্য হারুন সাহেবের কোনো দ্বিমত নেই । হারুন সাহেবের কথার মাঝে কেমন জানি একটা গভীরতা খুঁজে পাই । সচরাচর এই গভীরতা খুব কম সংখ্যক মানুষের মাঝে দেখেছি আমি । সে আমাকে মানুষ আর বন্য প্রাণীর মধ্যে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেয় । যেখান বন্য প্রাণীর গ্রহণযোগ্যতা ঢের বেশি ।
– আচ্ছা হারুন সাহেব, আপনি লালন সম্পর্কে কিছু বলতে পারবেন !
– মানুষ ভজলে সোনার মানুষ হবি ।
– গানটি তো লালনের !

– জ্বি লালনের । লালনের আখড়ায় ক’বছর থেকেছি আমি !
হারুন সাহেব আমার এক দূর সম্পর্কের আত্মীয় । একটি নব প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করি আমি । নব বলছি বিশ্ববিদ্যালয়ের বয়স দশ পনেরো  । একটি বিশ্ববিদ্যালয়ের যৌবন শুরু হয় বিশ এর পর । তারপর গড়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের শাখা প্রশাখা । হারুন সাহেব আমাকে প্রায়শই প্রফেসর বলে ডাকে ।

আমি একদিন হারুন সাহেবকে জিজ্ঞেস করলাম , আচ্ছা হারুন সাহেব বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার ধারণা কী ? মানুষটা কিছুটা সময় নিয়ে উত্তর দেয়, যেখানে বিশ্বের বই পড়ানো হয় ! হারুন সাহেব কথাটা শেষ করতে না করতেই আরও বলে, বিশ্ববিদ্যালয় হচ্ছে উৎকৃষ্ট ও নিকৃষ্ট হওয়ার স্থান । হারুন সাহেব এর প্রথম কথার সাথে আমার কোনো দ্বিমত না থাকলেও, দ্বিতীয় কথাটি আমাকে কিছুটা ভাবালো । আমি কিছুটা মৃদু স্বরে হারুন সাহেবকে বললাম, আপনার এরকমটা মনে হওয়ার কারণ কী ? হারুন সাহেব যে উত্তরটা আমাকে দিলে সেটা শুনে আমি কিছুটা ভরকে গেলাম । তার মতে, পৃথিবীর অধিকাংশ দুর্নীতিবাজরাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ।

হারুন সাহেব কথা থেকে জেনেছে তা আমার জানা নেই । তবে আমাদের দেশের উচ্চশিক্ষিতরাই যে দুর্নীতির সাথে জড়িত তা হরহামেশাই পত্র পত্রিকায় দেখা মেলে । হারুন সাহেব এর কথাগুলো নিয়ে সেদিন রাতে ভাবতে থাকি । আর মনে পড়ে আমার ক্লাসের শিক্ষার্থীদের একবার জিজ্ঞেস করেছিলাম, তোমরা বড়ো হয়ে কি হতে চাও । সবাই গতানুগতিক একই স্বপ্নের কথা বলেছিলো । তাদের মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার সংখ্যা ছিল খুব বেশি । দুজনের একজন মানুষ হতে চেয়েছিল । আর অন্য ক’জন তাদের লক্ষ্য এখনও ঠিক করেনি ।

চলবে……

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com