শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ফেনসিডিল, এসকাপ সিরাপসহ আটক ১ দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে রংপুর হাসপাতালের দক্ষিণ দিকের গেট রংপুরের বদরগঞ্জে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হল জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষীকি কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলার বুকে এক টুকরো লুসাই গ্রাম, প্রবেশ ফি ৩০ টাকা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কারণে নয়,নাম ও রোল নম্বর ভুলের কারণে পরীক্ষা ফলাফল স্থগিত করা হয়েছে। ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ বদরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু পুলিশের বেঁধে দেয়া রুটেই বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল রংপুরে ভিশন স্পেশালাইজড হাসপাতালে ভুল অপারেশনে যুবকের মৃত্যুর অভিযোগ
ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ

ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

বেশী ভাড়া চাওয়া নিয়ে তর্কের জেরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লেগুনা চালকের মারধোরের ঘটনায় এক ঘন্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় শুক্রবার রাত ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত কুড়িগ্রাম-লালমনিরহাটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে লাগাতর আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯ টার দিকে প্রতিদিনের মতো ক্যাম্পাস থেকে বের হয়ে মিঠাপুকুরের জায়গীরে বাড়ি যাওয়ার জন্য মডার্ন মোড়ে লেগুনায় ওঠেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আল আমিন। এসময় তার কাছ থেকে ভাড়া ৫০ টাকা দাবি করলে এর প্রতিবাদ জানিয়ে নির্ধারিত ভাড়া ২০ টাকা দিতে চায় আলআমিন। এনিয়ে তর্ক বাঁধলে লেগুনার চালক সজিব ও হেলপার শাওন ওই শিক্ষার্থীকে চেইন দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ খবর পেয়ে তার কয়েক বন্ধু সেখানে প্রতিবাদ করতে গেলে তাদেরও চেইন দিয়ে পিটায় সজিব-শাওনের নেতৃত্বে অন্যান্য লেগুনা চালক ও হেলপাররা। খবর পেয়ে শত শত শিক্ষার্থী জড়ো হন মডার্ন মোড়ে। এর মধ্যে শিক্ষার্থীরা আহত অবস্থায় ৫ সহপাঠিকে চিকিৎসার জন্য নিয়ে যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

 

অন্যদিকে রাত সাড়ে ৯ টায় ক্যাম্পাসের হল ও আশেপাশের ছাত্রাবাসগুলো থেকে শতশত শিক্ষার্থী লাঠিশোঠা নিয়ে অবরোধ করেন পার্কের মোড়। তারা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তারা রাস্তায় বসে যান। তাদের সাথে যোগ দেয় ছাত্রলীগ নেতাকর্মীরাও। এতে কুড়িগ্রাম- লালমনিরহাটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অবরোধকারী সহপাঠি ইমরান বলেন, লেগুনা চালকরা আমাদের সহপাঠিদের চেইন দিয়ে পিটিয়ে এতটাই রক্তাত্ব করে যা কল্পনাই করা যায় না। এদেরকে গ্রেফতার করে শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আরেক অবরোধকারী সহপাঠি মোনায়েম জানান, মডার্ণ মোড় থেকে লেগুনার ভাড়া মূলত ২০ টাকা। কিন্তু লেগুনা চালক দাবি করে ৫০ টাকা। আমাদের সহপাঠি আলআমিন তা দিতে অস্বীকার করলে লেগুনা থেকে তোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় আলআমিন ফোন দিয়ে বন্ধুদের ডাকলে লেগুনার চালক ও হেলপাররা তাদের চেইন দিয়ে কুপিয়ে পিটিয়ে জখম করে।

 

অবরোধে যোগ দেয়া রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া জানান, বারংবার শিক্ষার্থীরা লাঞ্চনার শিকার হচ্ছেন। এই অবস্থা বন্ধ হোক। আমাদের শিক্ষার্থীদের নিরাপত্বা নিশ্চিত হোক। সেই সঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

খবর পেয়ে বিপুল পরিমান পোশাকী ও সাদা পোশাকী পুলিশ ঘটনাস্থলে আসে। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস প্রতিশ্রুতি দেন। একঘন্টার মাথায় রাত সাড়ে ১০ টায় শিক্ষার্থীরা তুলে নিলে কুড়িগ্রাম-লালমনিরহাট রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের সাথে আন্দোলন যোগ দেয়া রোকেয়া বিশ্বাবদ্যালয় মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক জানান, মডার্ন মোড়ে আমার মার্কেটিং বিভাগের ১৪ তম ব্যাচের কয়েক শিক্ষার্থীকে লেগুনার কিছু হেলপার ও চালক চেইন দিয়ে পিটিয়ে আহত করে। তারা এখন হসপিটালে আছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। যেহেতু আগামী কাল একটি ভর্তি পরীক্ষা আছে এবং এই সড়কটি খুবই গুরুত্বপূর্ন। প্রশাসনের সাথে আমার কথা হয়েছে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে লেগুনার দুস্ট সন্ত্রাসী চক্রকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছেন। সেকারণে আমরা মার্কেটিং বিভাগ, শিক্ষার্থী এভং ছাত্রলীগসহ সবাই অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যাচ্ছি। আমরা চাই না আর কোন শিক্ষার্থী এরকমভাবে আহত হোক। আমরা রাজপথে থাকতে চাই না। আমরা পড়ার টেবিলে থাকতে চাই। আমরা হলে থাকতে চাই। আমরা লাইব্রেরী এবং শিক্ষাঙ্গনে থাকতে চাই।

রংপুরে মেট্র্রোপলিটন পুলিশের কোতয়ালী জোনের সহকারি পুলিশ কমিশনার আরিফুজ্জামান আরিফ জানান, আমরা শিক্ষার্থীদের দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছি। তারা ক্যাম্পাসে ফিরে গেছেন। এখন রাস্তা সচল আছে। পরিস্থিতি সম্পুর্ন আমাদের নিয়ন্ত্রনে। যে ঘটনাটি ঘটেছে সে ব্যপারে আমরা আইনগত ব্যবস্থা আজকেই নিয়ে নিবো।

প্রক্টর সহযোগি অধ্যাপক গোলাম রব্বানী জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ব্যপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাজহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com