স্টাফ করেসপনডেন্ট, রংপুর।বাতায়ন২২ডটকম।।
‘ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মজিবর রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করলেন রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধাগণ।
শুক্রবার ( ৬ জানুয়ারী) সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে আইডিয়া প্রকাশন আয়োজিত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, লেখক-সংস্কৃতিকর্মী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের হাত দিয়ে বইটির মোড়কউন্মোচন হয়।
বইয়ের আলোচক সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা কালী রঞ্জন বর্মন তাঁর বক্তব্যে বলেন, সাকিল মাসুদ রচিত ‘ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মজিবর রহমান’ বইটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই বইয়ে মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে উঠে এসেছে। যা অন্য সব বই থেকে বইটিকে আলাদা মানদণ্ডে উন্নীত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. ইলিয়াস আহমেদ, লেখক ও সংস্কৃতিকর্মী মনোয়ারা বেগম, লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল।
সভাপতিত্ব করেন ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান।
বক্তব্য রাখেন, অ্যাড. মাসুম হাসান, ড. শাহ সুলতান তালুকদার, কবি মাহবুবা লাভীন, শিক্ষক ও লেখক শাহিনা সুলতানা, ফিরেদেখা’র সভাপতি এমাদউদ্দিন আহমেদ, কবি বাদল রহমান, ড. মাহমুদুল আলম, সিরাজুন নাহার সাথী, কবি হেলেন আরা সিডনী, রওশন আরা সোহেলী, ময়নুল ইসলাম, আলআমিন ইসলাম, পূর্ণিমা রানী, রাজেন দাশ, নাহিদা ইয়াসমিন, নীল রতন সরকার, ডা. এজেডএম মোতাখখারুল ইসলাম হৃদয়, নাফিসা নুসরাত মৌ প্রমুখ।
এছাড়াও রংপুর জিলা স্কুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন কবি রবীন জাকারিয়া ও কেয়া তালুকদার।
বাতায়ন২২ডটকম।।সমামা
Leave a Reply