শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন

ব্যাংকে এক পরিবারের তিন জনের বেশি পরিচালক নয়

ব্যাংকে এক পরিবারের তিন জনের বেশি পরিচালক নয়

স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

কোনো ব্যাংকে এক পরিবার থেকে তিন জনের বেশি পরিচালক থাকলে স্বল্পতম সময়ে পদত্যাগ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তবে কে পদত্যাগ করবেন, নিজেদেরই তা ঠিক করতে হবে। কোনো ব্যাংক সমঝোতার মাধ্যমে বাড়তি পরিচালক বাদ দিতে না পারলে প্রয়োজনে লটারি করতে হবে।

সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের আলোকে বুধবার (২৬ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৮ সালে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর মাধ্যমে এক পরিবার থেকে পরিচালক সংখ্যা চারজনে উন্নীত করা হয়। সম্প্রতি আইন সংশোধন করে তা কমিয়ে সর্বোচ্চ তিন জন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্বল্পতম সময়ের মধ্যে একক পরিবার থেকে পরিচালক তিন জনে নামিয়ে এনে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে অবহিত করতে হবে।

বর্তমানে বেসরকারি খাতের চারটি ব্যাংকে এক পরিবারের চার জন পরিচালক রয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় ব্যাংকে পারিবারিক প্রভাব কমানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এবার আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলমান থাকায় এক পরিবারে পরিচালক সংখ্যা একজন কমানো হয়েছে।

বাতায়ন২৪ডটকম।।হামি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com