এম এ সালাম বিশ্বাস।।বদরগঞ্জ,রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। কেন্দ্রটিতে আসেননা কোন চিকিৎসক বা ফার্মাসিস্ট। ফলে বিঘ্নিত হচ্ছে এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা ।
এই সেবা কেন্দ্রটিতে কাগজে কলমে জনবল নিয়োগ থাকলেও তারা দীর্ঘদিন আসেন না এখানে।
এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ও ১০ শয্যা হাসপাতালে উন্নতি করন করার দাবিতে ২০১৫ সালের এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি তামিল করেন। স্থানীয়দের এই আন্দোলনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপ-স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শনে আসেন ততকালীন সিভিল সার্জন ।
তিনি সেসময় এলাকাবাসীকে স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার সহ চিকিৎসা সেবা নিশ্চিত করার আশার বাণী শোনালেও সাত বছরের সেই বাণির প্রতিফলন ঘটেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায় স্বাস্থ্য কেন্দ্রটি এখন গোচরণ ভূমিতে পরিণত হয়েছে । স্বাস্থ্য কেন্দ্র টি ঘেষে স্কুল – কলেজ, মাদ্রাসাসহ আটটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাচ হাজার শিক্ষার্থীর রয়েছে । কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বদরগঞ্জ, মিঠাপুকুর অথবা ফুলবাড়িতে যেতে হয় চিকিৎসা সেবা পেতে।
স্থানীয় যুবক খোকন, সুজন রফিকুল তাহের সহ অনেকেই আক্ষেপ করে উপ স্বাস্থ্য কেন্দ্রটিতে চিকিৎসক সহ লোকবল নিয়োগ দিয়ে তা চালু করার দাবি জানান।
স্থানীয়রা আরও জানান, দ্রুততম সময়ে স্বাস্থ্যকেন্দ্রটি চালু না করা হলে আবারো আন্দোলনে যাবেন তারা।
বাতায়ন২৪ডটকম/সাবি/আশা
Leave a Reply