স্টাফ করেসপেন্ডেন্ট
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়ছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বঙ্গমাতার প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রোভোস্ট সহযোগী অধ্যাপক মীর তামান্ন সিদ্দিকা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড বিজন মোহন চাকি, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ প্রমুখ।
এ ছাড়াও সহকারী প্রভোস্ট মৌটুসি রায়, মার্জিয়া সুলতানা, আইরিন আক্তার, সোমাইয়া তাবাচ্ছুম, ইফ্ফাত আরা বাঁধন, শরীফা আক্তার নিপা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে যোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply