নিজস্ব প্রতিবেদক।।বাতায়ন২৪ডটকম।।
আগামী বৃহস্পতিবার (৩ নভেম্বর) রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচনের তফসিল হতে পারে । ওই দিন সকাল ১১টায় নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে কাজী হাবিবুল আউয়াল কমিশনের নবম বৈঠক অনুষ্ঠিত হবে । এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ।
ইসি কর্মকর্তারা জানান, বৈঠকের আলোচনার সূচিতে রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন, আইন ও বিধিমালা সংস্কার কমিটির সুপারিশ উপস্থাপন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফের সহযোগিতায় পার্সোনালাইজেশন কৃত স্মার্ট কার্ডের বিল এবং মেশিন মেনটেন্যান্স, স্পেয়ারপার্টস, সফটওয়ার লাইসেন্স ও স্ট্যার্টআপ কস্ট বাবদ বকেয়া বিল সহ বিবিধ বিষয় ।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম সাক্ষরিত এক অফিস আদেশে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ।
সর্বশেষ রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর । ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি নির্বাচিত কর্পোরেশনের প্রথম সভা হয়েছিল । প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর সিটির মেয়াদ ধরলে এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি ।
ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করতে হয় । এক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট । আর রসিক নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির থেকে আগের ১৮০ দিনের মধ্যে ।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ডিসেম্বরের শেষ অথবা আগামী জানুয়ারির শুরুতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে । এ ক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বরে দেওয়া হবে তফসিল । সময় শেষ করে নির্বাচন করতে চাই না । একটু আগেই করতে চাই । ইভিএম বা সিসি ক্যামেররার বিষয়ে কমিশন সভায় পরবর্তীতে সিদ্ধান্ত হবে । তবে সকল সিটিতে ইভিএম, সিসি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত আছে ।
Leave a Reply