মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বাধীনতা বিরোধীরা আশেপাশে আছে, আমাদের সাথে আছে, মিলেমিশে আছে, সুযোগ পেলেই স্ব-মুর্তিতে আবির্ভূত হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী তিস্তায় নিখোঁজের ১৮ দিন পর সন্ধান মিললো নাইসের লাশের  রংপুরে গাছের ডাল পড়ে মারা গেলেন ১০ বছরের কন্যাসহ শিক্ষিকা, স্বামী আহত র‌্যাব-১৩ মাদক বিরোধী অভিযানঃ ৮১ কেজি গাজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ৪ অবৈধভাবে স্যালাইন মজুদ: রংপুরের অবসর ও রিফাত মেডিসিন কর্নারকে জরিমানা সরকারকে সরাতে তারাতারি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে: আলাল   সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুই কর্মচারীর ২ বছর করে কারাদন্ড পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা যানজট নিরসনে রংপুর মহানগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিস্টেম  
বৃহস্পতিবার হতে পারে রসিক নির্বাচনের তফসিল

বৃহস্পতিবার হতে পারে রসিক নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক।।বাতায়ন২৪ডটকম।।

আগামী বৃহস্পতিবার (৩ নভেম্বর) রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচনের তফসিল হতে পারে । ওই দিন সকাল ১১টায় নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে কাজী হাবিবুল আউয়াল কমিশনের নবম বৈঠক অনুষ্ঠিত হবে । এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ।

ইসি কর্মকর্তারা জানান, বৈঠকের আলোচনার সূচিতে রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন, আইন ও বিধিমালা সংস্কার কমিটির সুপারিশ উপস্থাপন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফের সহযোগিতায় পার্সোনালাইজেশন কৃত স্মার্ট কার্ডের বিল এবং মেশিন মেনটেন্যান্স, স্পেয়ারপার্টস, সফটওয়ার লাইসেন্স ও স্ট্যার্টআপ কস্ট বাবদ বকেয়া বিল সহ বিবিধ বিষয় ।

নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম সাক্ষরিত এক অফিস আদেশে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ।

সর্বশেষ রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর । ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি নির্বাচিত কর্পোরেশনের প্রথম সভা হয়েছিল । প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর সিটির মেয়াদ ধরলে এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি ।

ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করতে হয় । এক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট । আর রসিক নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির থেকে আগের ১৮০ দিনের মধ্যে ।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ডিসেম্বরের শেষ অথবা আগামী জানুয়ারির শুরুতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ।  এ ক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বরে দেওয়া হবে তফসিল । সময় শেষ করে নির্বাচন করতে চাই না । একটু আগেই করতে চাই । ইভিএম বা সিসি ক্যামেররার বিষয়ে কমিশন সভায় পরবর্তীতে সিদ্ধান্ত হবে । তবে সকল সিটিতে ইভিএম, সিসি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত আছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com