স্টাফ করেসপন্ডেন্ট,কুমিল্লা।।বাতায়ন২৪ডটকম।।
কুমিল্লার মুরাদনগরে বিষপানে মা ও মেয়ের আত্মহত্যা করেছেন । শনিবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে ।
মৃতরা হলেন পরমতলা গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪৮) ও মেয়ে মিম আক্তার (১৩) ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে দুই ছেলে ও এক মেয়ে রেখে ইব্রাহিম মিয়া মারা যান । ধারদেনা করে মানসিক ভারসাম্যহীন একমাত্র মেয়েকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মা পারভীন বেগম । দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম আক্তার সুস্থ হয়ে না ওঠায় এবং দেনার দায়ে শনিবার ভোর ৪টার দিকে তিনি নিজে বিষপান করে পরে মেয়ে মিমকেও জোর করে বিষ পান করান ।
এ সময় মিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে । পরে চিকিৎসার জন্য পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাসপাতালে নেওয়ার পথে পারভীন আক্তার মারা যান । দুপুর ১২টার দিকে মেয়ে মিমও কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় ।
মুরাদনগর থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
ওসি আরও বলেন, আর্থিক অনটনের কারণে ওই নারী প্রথমে বিষপান করেন । পরে তার মেয়েকেও বিষপান করান বলে জানতে পেরেছি ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply