বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গঙ্গাচড়ায় বারি মিষ্টি আলুর মাঠ দিবস অনুষ্ঠিত। গংগাচড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ। গংগাচড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ বর্জ্রপাতে মৃত্যু কমাতে তালগাছ প্রকল্প ব্যর্থ, নতুন প্রকল্প আসছে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী পরিমানে কম নয়, কম দামে পরিমাণ মতো খাদ্য কেনার গ্যারান্টি চাই লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে মানুষের সেবা করতে হবে : মেয়র মোস্তফা কালীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৬৮ ভূমিহীন পরিবার প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাত না করায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ:পৌনে ৭ মাস পর তোলা হলো তরুণীর লাশ এরশাদ ছিলেন আধুনিক ও উন্নত বাংলাদেশের রূপকার:  মোস্তফা আলুর ন্যায্যমূল্যেসহ ৭ দফা দাবিতে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
২০১৪ এবং ১৮ সা‌লের নির্বাচন শুধু নয় ২০০৮ সালের নির্বাচনই সব সমস্যার মূলে : মিন্টু

২০১৪ এবং ১৮ সা‌লের নির্বাচন শুধু নয় ২০০৮ সালের নির্বাচনই সব সমস্যার মূলে : মিন্টু

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রেস ক্লাবে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ২০০৮ সা‌লের নির্বাচনই সব সমস্যার মূলে। কিন্তু ওই নির্বাচন নিয়ে বিএন‌পি থে‌কে কোনো কথা বলা হচ্ছে না, বিষয়টি দুঃখজনক।

আব্দুল আউয়াল মিন্টু ব‌লেন, আমরা শুধু ২০১৪ এবং ১৮ সা‌লের নির্বাচন নিয়ে পড়ে থাকি। কিন্তু আসল সমস্যা ২০০৮ সালের ডিসেম্বর থেকে শুরু হয়। এই নির্বাচনকে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন বলা যাবে না।

তি‌নি ব‌লেন, ওই নির্বাচনের মাধ্যমে ১/১১ প্রেতাত্মা আওয়ামী লীগকে ক্ষমতা দখল করার সুযোগ করে দিয়েছে। তবে দুঃখের বিষয় বিএনপিতে এ নিয়ে কোনো কথা বলা হয়নি।

দে‌শের অর্থনীতি নি‌য়ে সরকারের বক্তব্য উ‌ল্টো দাবি করে আব্দুল আউয়াল মিন্টু ব‌লেন, মূল্যস্ফীতি মানুষ বলে ১৫ থেকে ১৬ শতাংশ। কিন্তু তারা বলে ৯ শতাংশ মূল্যস্ফীতি। অন্যদিকে দেশে তিন বছর যাবত ডলার নেই। তারপরও যখন তারা আর ৮৪ টাকা ধরে রাখতে পারেনি, তার পর দাম বেড়ে টাকার মান কমে এখন প্রতি ডলার ১০৮ টাকায় দাঁড়িয়েছে। মিথ্যা বলার বৈশিষ্ট্য আওয়ামী লীগের মধ্যে আছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com