বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রেস ক্লাবে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ২০০৮ সালের নির্বাচনই সব সমস্যার মূলে। কিন্তু ওই নির্বাচন নিয়ে বিএনপি থেকে কোনো কথা বলা হচ্ছে না, বিষয়টি দুঃখজনক।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমরা শুধু ২০১৪ এবং ১৮ সালের নির্বাচন নিয়ে পড়ে থাকি। কিন্তু আসল সমস্যা ২০০৮ সালের ডিসেম্বর থেকে শুরু হয়। এই নির্বাচনকে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন বলা যাবে না।
তিনি বলেন, ওই নির্বাচনের মাধ্যমে ১/১১ প্রেতাত্মা আওয়ামী লীগকে ক্ষমতা দখল করার সুযোগ করে দিয়েছে। তবে দুঃখের বিষয় বিএনপিতে এ নিয়ে কোনো কথা বলা হয়নি।
দেশের অর্থনীতি নিয়ে সরকারের বক্তব্য উল্টো দাবি করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, মূল্যস্ফীতি মানুষ বলে ১৫ থেকে ১৬ শতাংশ। কিন্তু তারা বলে ৯ শতাংশ মূল্যস্ফীতি। অন্যদিকে দেশে তিন বছর যাবত ডলার নেই। তারপরও যখন তারা আর ৮৪ টাকা ধরে রাখতে পারেনি, তার পর দাম বেড়ে টাকার মান কমে এখন প্রতি ডলার ১০৮ টাকায় দাঁড়িয়েছে। মিথ্যা বলার বৈশিষ্ট্য আওয়ামী লীগের মধ্যে আছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
Leave a Reply