স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
অতীতের নৈরাজ্যের অভিজ্ঞতা থেকেই বিএনপি যখনই কোন কর্মসূচি দেয়, ঠিক তখনই আওয়ামীলীগ শান্তি সমাবেশ করে জনগনের পাশে থাকে সাহস জোগায় বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকি মির্জা আজম এমপি।
শনিবার ( ৪ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। দলটির মহানগর আহবায়ক ডা. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য এ্যডভোকেট সাফুরা বেগমসহ বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে নগরী ও জেলার বিভিন্ন প্রানন্ত থেকে মাঠে এসে জড়ো হন নেতাকর্মীরা।
এসময় মির্জা আজম এমপি বলেন, ২০১৪ সালে এবং ১৮ সালে নির্বাচন ঘনিয়ে আসার আগ মুহুর্তে বিএনপি যে ধরণের কর্মকান্ড করেছে। তারা কর্মসূচির নামে বাংলাদেশে বিভিন্ন ধরণের অগ্নি সংযোগ, চলন্ত বাসে ট্রেনে পেট্রোল বোমা মেড়ে মানুষ হত্যা, যারা নৌকা মার্কায় ভোট দেয় আওয়ামীলীগ করে তাদের ওপর হামলা তাদের জীবন নাশকরাসহ এ ধরণের বিভিন্ন অতীতে ঘটিয়েছে। সেকারণে আওয়ামীলীগ অত্যন্ত সজাগ, সচেতনভাবে বিএনপি যখনই কোন কর্মসূচি তখনই আমরা শান্তি সমাবেশ করে জনগণের পাশে সাহস জোগাই, শক্তি জোগাই। আমরা যখন মাঠে থাকি তখন বিএনপি একটু হলেও অপকর্ম হিসেবে নিকাশ করে করবে। অপকর্ম করে বিএনপি অতীতে পার পেয়ে গেছে। কিন্তু আগামীতে তারা কোন অপকর্ম করে পার পাবে না। সেকারণেই আমরা জনগনকে সাথে নিয়ে শান্তি সমাবেশ করছি। বিএনপির যখনই কর্মসূচি আসবে, তখনই আওয়ামীলীগ জনগনের পাশে থাকবে।
মির্জা আজম বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের। তিনি ঘোষণা করে দিয়েছেন। গত ডিসেম্বর মাস থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আওয়ামীলীগের মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে প্রতিদিন আমাদের কর্মসূচি থাকবে। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তি সমাবেশ করছি।এটা অব্যাহত থাকবে। বিএনপিকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply