স্টাফ করেসপনডেন্ট, রংপু র।। বাতায়ন২৪ডটকম।।
দম ফুরিয়ে যাওয়ায় বিএনপি দিনের বেলা পদযাত্রা এবং রাতের বেলা বিদেশিদের পদলেহন করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
শনিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর টার্মিনালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য এ্যডভোকেট সাফুরা বেগম, জেলা আহবায়ক ছায়াদাত হোসেন বকুল, মহানগর সাবেক সভাপতি সাফিউর রহমান শফি, মহানগর যুগ্ম আহবায়ক আবুল কাশেমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সমগ্র বাংলাদেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। কারণ বিএনপি হলো বিষধর ষাপ। এখন তারা পদযাত্রার নামে দম নিচ্ছে। সুযোগ পেলেই আবার ছোবল মারবে। আগুন সন্ত্রাস শুরু করবে। গাড়িঘোড়া পোড়াবে। মানুষের ওপর হামলা করবে। সেটির নমুনা আমরা সিরাজগঞ্জে দেেেখছি। সেজন্যই প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তি সমাবেশ।
তথ্য মন্ত্রী বলেন, বিএনপি নেতারা বলেন, আওয়ামীলীগ কেন শান্তি সমাবেশ করছে। আমরা বলি আপনারা দেশের অশান্তি সৃষ্টির পায়তারা করছেন। আগুন সন্ত্রাসীদের মাঠে নামিয়েছেন। সেকারণে আমাদেও শান্তি সমাবেশ।
মন্ত্রী বলেন, বিএনপি এতদিন মিছিল মিটিং করেছে। এখন দিয়েছে পদযাত্রা। বিএনপির দম ফুরিয়ে গেছে জন্যই পদযাত্রা। দুষ্ট লোকের বলে দিনের বেলা বিএনপি পদযাত্রা করে রাতের বেলা এ্যমবাসিতে গিয়ে কুটনীতিকদের পদলেহন করে। অর্থাৎ দিনের বেলা পদগমন, রাতের বেলা পদলেহন। এই দুই নীতিতে বিএনপি এখন পরিচালিত হচ্ছে।
মন্ত্রী বলেন, বিদেশীদেও পদলেহক করেও বিএনপির কোন লাভ হয় নাই। বিদেশীরা বুঝতে পেরেছে। এই বিএনপির দম ফুরিয়ে গেছে। এাঁ হারা শুরু করেছে। সুতরাং এটাকে দিয়ে কোন সম্ভাবনা নাই। তাই বিদেশীরাও বিএনপিকে টাটা জানিয়ে দিয়েছে। কদিন আগে অনেক বিদেশী আমাদের দেশে এসেছিলেন। বিএনপি তাদেও সাথে দেখা করতে চেয়েছিলেন। এপয়নমেন্ট পাওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করেছেন। কিন্তু এপয়নমেন্ট পায় নাই। বিদেশীরাও বুঝতে পেরেেেছ বিএনপিকে দিয়ে কোন কিছু হবে না।
রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply