রিয়াদুন্নবী রিয়াদ স্টাফ করেসপন্ডেন্ট:
রংপুরের গংগাচড়া উপজেলায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ২৫ ফ্রেব্রুয়ারি শনিবার উপজেলার সরকারী হাইস্কুল মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এ দেশের অর্থনৈতিক মুক্তি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের সাথে সকল অঙ্গ সংগঠন মাঠে থাকবে।
উপজেলা আওয়ামীলীগ রুহুল আমিন এর সভাপতিত্বে আজিজুল ইসলাম সাধারণ সম্পাদক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এইচ.এন আশিকুর রহমান, এমপি ও কোষাধ্যক্ষ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ্যাডভোকেট সফুরা বেগম সদস্য, এ্যাডভোকেট হোসনে আরা ডালিয়া সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,এ.কে.এম সাহাদাত হোসেন বকুল, আহ্বায়ক, অধ্যাপক মাজেদ আলী বা বাবুল যুগ্ন আহ্বায়ক, আলহাজ্ব জয়নাল আবেদীন যুগ্ন আহ্বায়ক , আনোয়ারুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক, বুলবুল আহমেদ সদস্য রংপুর জেলা আওয়ামীলীগ।
Leave a Reply