স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বিএনপি ও জামায়াত জোটের সকল অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়েছেন রংপুর মহানগর যুবলীগ।
সোমবার ( ৫ সেপ্টেম্বর ) দুপুরে পুর্নাঙ্গ কমিটি অনুমোদন উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা শেষে সমাবেশ থেকে এই ঘোষণা দেন মহানগর যুবলীগ সভাপতি সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। এর আগে নগরীর বেতপট্রির দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে গিয়ে শেষ হয়। ঢাক ঢোল পিটিয়ে নানা ধরণের প্লাকার্ ড ফেস্টুন বহন করা হয় শোভাযাত্রায়। নেচে গেয়ে শোভাযাত্রায় আনন্দ উৎযাপন করেন নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত সমাবেশে মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বলেন, আমরা ঐক্যবদ্ধ। আমরা অতীতেও শক্তিশালী ছিলাম। এখন পুর্নাঙ্গ কমিটি দেয়ায় আরও শক্তিশালী হয়ে মাঠে থাকবো। আমরা আনন্দ শোভাযাত্রা থেকে বিএনপিকে একটি ম্যাসেজ দিতে চাই, তারা যদি কোন অপতৎপরতা করতে চায়, তাহলে সেটা আমরা রাজপথে থেকে মোবাবেলা করবো। রংপুরের মাটি বঙ্গবন্ধুর, রংপুরের মাটি আওয়ামীলীগের। এই মাটিতে জামায়াত বিএনপির কোন ঠাঁই ছিল না, হবেও না। হতে দিবোও না।
অন্যদিকে সভাপতি বক্তব্যে মহানগর যুবলীগ সভাপতি সিরাজুম বাশার মনির বলেন, দীর্ঘ দিন থেকে আমাদের নেতাকর্মীদের মধ্যে একটি হতাশা ছিল, যে আমরা কবে কমিটি পাবো। অনেকেই একটি পরিচয়ের একটি পদের জন্য আকাংখিত ছিল। আজকে আল্লাহর রহমতে অনেকেরই পরিচয় হয়েছে। সামনের দিকে বাকি যারা আছে তাদেরও পরিচয় হবে।
বাশার বলেন, আমরা আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহানগর যুবলীগ যুগপৎ ভূমিকা পালন করবে, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জানপ্রাণ দিয়ে চেস্টা করবো, যাতে রংপুরে জামায়াত-বিএনপি কোন বিশৃংখলা করতে না পারে। তারা যদি কোনভাবেই কোন বিশৃংখলা করতে চায়, মহানগর যুবলীগ তা প্রতিগত করবে।
প্রসঙ্গত: গত বছর ৬ নভেম্বর সম্মেলনে সিরাজুম মুনির বাশারকে সভাপতি ও মুরাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। পরবর্তীতে গত পহেলা সেপ্টেম্বর ১৩৬ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply