বাতায়ন২৪ডটকম অনলাইন ডেস্ক:
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত বছরের ৭ ডিসেম্বর ভাঙচুরের ঘটনায় গোয়েন্দা পুলিশের প্রধানসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ রোববার অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাজিমউদ্দিন আলম।
শুনানির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং জানান, আজ দিনের শেষে তিনি এ বিষয়ে আদেশ দেবেন।
Leave a Reply